Calcutta High Court on SAT: ‘কোনও অজুহাত নয়’, স্যাটের সব মামলা শুনতে হবে সদস্যকেই, নির্দেশ হাইকোর্টের

কোনও অজুহাত শোনা হবে না। অবিলম্বে স্যাটের সমস্ত মামলা শুনতে হবে জনগণকে। এক জনস্বার্থ মামলায় এই নির্দেশ দিল হাইকোর্ট।

 স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে (স্যাট) দীর্ঘদিন ধরে কোনও চেয়ারম্যান নেই। যার ফলে আটকে রয়েছে পুলিশের কনস্টেবল, সেচ দফতরের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ এবং আইসিডিএস সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত মামলাগুলি। অভিযোগ, নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি স্যাটে বিচারধীন থাকা সত্ত্বেও রাজ্য সরকার নিয়োগ জারি রেখেছে। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট একটি জনস্বার্থ মামলা হয়েছে। 

মামলাকারীদের আইনজীবী আশিসকুমার চৌধুরী জানিয়েছেন, ২০২২ সালের আগস্ট মাস থেকে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে চেয়ারম্যান নেই। বিচার প্রক্রিয়া থমকে রয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ মামলার শুনানি হচ্ছে না। 

সেই কারণে রাজ্য সরকারের কর্মচারী তাঁদের প্রাপ্য আদায় ও শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে মামলা এবং বঞ্চিত চাকরিপ্রার্থীদের বহু মামলা বিচারাধীন। 

 হাইকোর্টের নির্দেশ অমান্য

এর আগেও হাইকোর্টে মামলা হয়েছিল। বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে এই অভিযোগ নিয়ে আগেও একটি মামলা হয়। সেই মামলায় বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, অবিলম্বে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে সমস্ত মামলা শুনতে হবে। পাশাপাশি, ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগের জন্য অবিলম্বে রাজ্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আদালতে এই নির্দেশের পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে। শুনানি না হয়ে ট্রাইব্যুনালে একের পর এক মামলা পিছিয়ে যাচ্ছে। 

আরও পড়ুন। গার্ডেনরিচকাণ্ডে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণের অনুমতি হাইকোর্টের

 রাজ্য সরকারকে ভর্ৎসনা

হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আইসিডিএস সুপারভাইজার নিয়োগ মামলার শুনানি হয়নি স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে। আগামী সেপ্টেম্বর মাসে শুনানির দিন ধার্য করা হয়েছিল। সমস্ত অভিযোগ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে জানান মামলাকারীরা। 

মামলায় রাজ্য সরকারকে ভর্ৎসনা করে প্রধান বিচারপতির নির্দেশ দেন, আর কোনও অজুহাত শোনা হবে না। অবিলম্বে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের সদস্যকে শুনতে হবে সমস্ত মামলা। প্রধান বিচারপতি মামলাকারীর আইনজীবীকে দিয়ে জানান, স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ যাতে দ্রুত হয় তা তিনি খতিয়ে দেখবেন। 

আরও পড়ুন। ধর্মতলায় পরিবহণ হাব, এক ছাতার তলায় মিলবে সব যানবাহন? ড্রোন সমীক্ষা শেষ

স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল কী

স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হল এক ধরণের বিশেষ আদালত যা নির্দিষ্ট বিষয়গুলির উপর বিচার করার জন্য গঠিত হয়। এগুলো সাধারণ আদালত থেকে আলাদা কারণ, স্যাটে আইনি পেশাদারদের পরিবর্তে বিশেষজ্ঞদের নিয়ে গঠিত বেঞ্চ থাকে। সরকারি কর্মচারীদের চাকরির শর্তাবলী সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করা। নির্দিষ্ট আইন (যেমন, ভূমি অধিগ্রহণ আইন, বন আইন) এর অধীনে নিয়ন্ত্রিত বিষয়গুলির সাথে সম্পর্কিত বিরোধ নিষ্পত্তি করা। দ্রুত এবং কম খরচে ন্যায়বিচার প্রদান করা।