Expelled Muslim BJP leader detained: মোদীকে সমালোচনা করে বহিষ্কৃত বিজেপির মুসলিম নেতা আটক-রিপোর্ট

রাজস্থানের সভায় সদ্য কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম তোষণ নিয়ে তোপ দেগে এক মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘যাঁদের বেশি সন্তান আছে’ তাঁদের মধ্যে ‘মা বোনেদের সোনা বিলিয়ে দেবে’ কংগ্রেস, বলে এক মন্তব্য করেছিলেন মোদী। তারপরই বিজেপির তৎকালীন সংখ্যালঘু সেলের নেতা উসমান ঘানি মোদীর মন্তব্যের তীব্র সমালোচনা করেন। পরে তাঁকে বিজেপি থেকে বহিষ্কার করা হয়। এবার খবর, উসমান ঘানিকে আটক করেছে পুলিশ। ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’ এর খবর অনুযায়ী শনিবার তাঁকে আটক করেছে পুলিশ।

এদিকে, রাজস্থানের মুক্তপ্রসাদ নগরের পুলিশ স্টেশনের এসএইচও ধীরেন্দ্র শেখাওয়াত বলছেন, শনিবার দুপুরের দিকে পুলিশ স্টেশনে নিজেই আসেন উসমান ঘানি। দুই তিন দিন আগে তাঁর এলাকায় একটি পুলিশের গাড়ি পাঠানো হয়েছিল সতর্কতামূলক ব্যবস্থার জেরে, যেদিন উসমান প্রধানমন্ত্রীকে নিয়ে ওই মন্তব্য করেছিলেন। পুলিশ বলছে, ‘তিনি দিল্লিতে ছিলেন, আজ (শনিবার) তিনি এসেছেন। আর প্রশ্ন তোলেন যে কোন সাহসে গাড়ি পাঠিয়েছি তাঁর বাড়িতে।’ এই তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট।পুলিশের তরফে ধীরেন্দ্র শেখাওয়াত বলছেন,’ আমরা জানিইনা তিনি কে ছিলেন। পুলিশ স্টেশনের বাইরে একটি বিরোধ চলছিল। আর সেখানে তিনি এসে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ান। তিনি সেখানে নাটক করছিলেন, আর আমরা তাঁকে লক আপ এ নিই।’ পুলিশ জানিয়েছে, শান্তি ভঙ্গের দায়ে সিআরপিসি১৫১ এর আওতায় উসমান ঘানিকে আটক করা হয়েছে। এরপর উসমান ঘানিকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কোর্টে পেশ করা হবে। এলাকায় শান্তি রক্ষার্থে পদক্ষেপ করবে পুলিশ, বলে জানানো হয়েছে। এর আগে, ‘নিউজ ২৪’ এ বক্তব্য রাখার সময় উসমান ঘানি বলেছিলেন, রাজস্থানে ২৫ আসনের মধ্যে ৩ থেকে ৪ টি হারাবে বিজেপি। এছাড়াও বিজেপির সভা থেকে মুসলিমদের নিয়ে মোদীর মন্তব্যের সমালোচনা করে উসমান ঘানি সমালোচনা করতেই, বিজেপির এই সংখ্যালঘু সেলের নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়।

( Raw Mango Benefits:রোগ দূরে রাখতে জ্বালাপোড়া গরমে কাঁচা আম একাই একশো! ভালো থাকে হার্ট থেকে হজম প্রক্রিয়া)

রাজস্থানের বানসওয়ারায় মোদীর মুসলিমদের নিয়ে ভাষঁ সম্পর্কে উসমানকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, তিনি মোদীর মন্তব্যে বেশ হতাশ। ওই সাক্ষাৎকারে উসমান দাবি করেন, রাজস্থানে জাঠ সম্প্রদায়ও ক্ষুব্ধ রয়েছে মোদীর বিরুদ্ধে। তাঁরা চুরু ও বাকি কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে বলেও দাবি করেন উসমান।