T20 World Cup: India’s 15 men Squad Set to be Picked in Ahmedabad on April 30 get to know

মুম্বই: আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ৩০ এপ্রিলই হয়ত ঘোষণা হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) নির্বাচকমণ্ডলী ১৫ সদস্য়ের ভারতীয় দল বাছাই করে নিতে পারে। সূত্রের খবর, অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি আমদাবাদে এক বৈঠকে উপস্থিত হয়েই হয়ত বেছে নিতে পারে বিশ্বকাপের স্কোয়াড। উল্লেখ্য, গত সপ্তাহেই ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে দিল্লিতে দেখা করেছিলেন আগরকর (Ajit Agarkar)। এরপরই মোটামুটি আভাস পাওয়া গিয়েছিল যে খুব দ্রুত হয়ত দল ঘোষণা হতে চলেছে।

আগামীকাল মুম্বই ইন্ডিয়ান্স লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে একানা স্টেডিয়ামে খেলতে নামবে। রোহিত সন্ধেয় ম্য়াচ খেলতে নামার আগে হয়ত বিকেলের দিকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন। কোচ রাহুল দ্রাবিড়েরও অংশ নেওয়ার কথা টুর্নামেন্টে। বোর্ডের এক সূত্র জানিয়েছেন, ”মঙ্গলবার আমদাবাদে এক বৈঠক রয়েছে। সেখানে নির্বাচকমণ্ডলী, নির্বাচক প্রধান, অধিনায়ক সবাই উপস্থিত থাকবেন।”

এখনও পর্যন্ত বোর্ডের তরফে কোনও নিশ্চয়তা না দেওয়া হলেও সূত্রের খবর, আগামীকালই দল ঘোষণা হওয়ার সম্ভানাব প্রবল। আগামী ২ মে মুম্বইয়ে একটি সাংবাদিক বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে সেই বিষয়েও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। 

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ফেলল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও ডেভন কনওয়েকে ১৫ সদস্যের দলে রাখা হয়েছে। অনভিজ্ঞ বেশ কয়েকজন মুখ রয়েছে দলে। নেতৃত্বের ভার দেওয়া হয়েছে অভিজ্ঞ কেন উইলিয়ামসনকেই। তবে গোড়ালির চোট থাকা অ্যাডাম মিলনে সুযোগ পাননি। তাঁর গোড়ালিতে অস্ত্রোপচার করাতে হবে।

দলে রয়েছেন অভিজ্ঞ টিম সাউদি, ট্রেন্ট বোল্ট। সাউদির এটা সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। দলে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র রাচিন রবীন্দ্র ও ম্যাট হেনরি এর আগে কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেননি। দলে রিজার্ভ প্লেয়ার হিসাবে রাখা হয়েছে বেন সিয়ার্সকে। ১৬তম সদস্য হিসাবে।

এই মুহূর্তে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বেশিরভাগ সদস্যই আইপিএল খেলতে ব্যস্ত। মিচেল, রবীন্দ্র, হেনরি প্রত্যেকেই আইপিএলে নিজের নিজের দলের হয়ে মাঠে নামছেন। তবে কেন উইলিয়ামসন গুজরাত টাইটান্স শিবিরে থাকলেও ম্য়াচ খেলার সুযোগ পাচ্ছেন না তিনি সেভাবে। তাঁকেই অবশ্য নেতৃত্বভার দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দাদার মাঠে শাহরুখের নাইটদের দাদাগিরি, ৭ উইকেটে দিল্লি-জয় কেকেআরের

আরও দেখুন