Bengal hospital rating: পারফরম্যান্সে প্রথম SSKM, জেলার দখলে ২য়-৩য় স্থান, পিছিয়ে কলকাতার হাসপাতাল

রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতাল বা মেডিক্যাল কলেজ বলতে গেলে প্রথমেই যে নামগুলি আসে সেগুলি হল- এসএসকেএম, কলকাতা মেডিক্যাল কলেজ, এনআরএস এবং আরজিকর। আর এইসবই হাসপাতাল রয়েছে কলকাতায়। প্রতিদিন দূরদূরান্ত থেকে এই হাসপাতালগুলিতে চিকিৎসার জন্য প্রচুর রোগী আসেন। তবে স্বাস্থ্য দফতরের তথ্য বলছে, রোগী পরিষেবা সংক্রান্ত  পারফরম্যান্সের ভিত্তিতে এসএসকেএম হাসপাতাল এক নম্বরে থাকলেও কলকাতার অন্যান্য হাসপাতাল বা কলেজগুলির ঠাঁই নেই দ্বিতীয় বা তৃতীয় নম্বরে। 

আরও পড়ুন: ক্যানসার আক্রান্ত তরুণ ৬ বার ঘুরলেন এসএসকেএম হাসপাতালে, তারপর ঠিক কী মিলল?‌‌

আরও পড়ুন: SSKM-এর উডবার্ন ওয়ার্ডে নিখরচায় পরিষেবা পাবেন সরকারি কর্মীরা, চালু হবে জানুয়ারি থেকে

স্বাস্থ্য দফতরের পোর্টাল অনুযায়ী, দ্বিতীয় অথবা তৃতীয় স্থান ধরে রেখেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে অথবা সীমিত পরিকাঠামো সম্পন্ন কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ। ফলে কলকাতার অন্যান্য মেডিক্যাল কলেজগুলির নাম দ্বিতীয় বা তৃতীয় স্থানে না থাকায় স্বাভাবিকভাবে বিস্মিত হয়েছেন আধিকারিকরা।

সাধারণত প্রতিদিন রোগী পরিষেবা সংক্রান্ত যাবতীয় তথ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে রোজ আপলোড করে থাকে হাসপাতালগুলি । সেই সংক্রান্ত তথ্য যাবতীয় বিশ্লেষণ করে স্বাস্থ্য ভবনের তরফে একটি পারফরম্যান্স রিপোর্ট তৈরি করা হয়। সেই তথ্যই এমন কথা বলছে।

উল্লেখ্য, যে সমস্ত বিষয়ের ভিত্তিতে এই সমস্ত পারফরম্যান্স রিপোর্ট তৈরি করা হয় তার মধ্যে রয়েছে- আউটডোরে রোগীর সংখ্যা, ওয়ার্ডে রোগী ভরতি, ডিসচার্জের সংখ্যা, ই প্রেসক্রিপশন তৈরি, ল্যাবে রক্ত পরীক্ষা, নমুনা সংগ্রহ, ফার্মেসি স্টোর, কতজন রোগী বিনামূল্যে ওষুধ পাচ্ছেন? এই সমস্ত ভিত্তিতে এই পারফরম্যান্স রিপোর্ট তৈরি করা হয়। তার ভিত্তিতে প্রতিদিন হাসপাতালে দৈনিক পারফরম্যান্স দেখতে পান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। তাতেই দেখা যাচ্ছে, লাগাতার প্রথম স্থানে থাকছে পিজি।

আরও পড়ুন: এসএসকেএম হাসপাতালে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়, হঠাৎ কেন এলেন এখানে?‌

তবে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে কখনও থাকছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল আবার কখনও সাগর দত্ত মেডিক্যাল কলেজ। যদিও অধিকাকরা জানাচ্ছেন, হাসপাতালগুলির তথ্য আপলোড করার ভিত্তিতেই এগুলি তৈরি হয়ে থাকে। সাধারণত, মাসের প্রথম দিকে তথ্য আপলোডের ক্ষেত্রে কিছুটা হাসপাতালগুলি কিছুটা ঢিলেমি দেখালেও পরে নিয়মিত তথ্য আপলোড করা হয়।