Kunal removed from TMC’s post: BJP-র তাপসকে ভালো বলে তৃণমূলে ‘দুষ্টু’ হলেন কুণাল! কেড়ে নেওয়া হল বড়সড় পদ

বিজেপি প্রার্থী তাপস রায়কে ভালো বলে তৃণমূল কংগ্রেসের চোখে ‘দুষ্টু’ হয়ে উঠলেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের ‘পদ’ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হল। বুধবার তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে কুণালকে দলের থেকে অপসারণ করা হল। আগেই মুখপাত্রের পদ খুইয়েছিলেন কুণাল। এবার রাজ্য সাধারণ সম্পাদকের পদও হাতছাড়া হয়ে গেল। সেইসঙ্গে তৃণমূলের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কুণালের বক্তব্যকে আর যেন তৃণমূলের মন্তব্য হিসেবে বিবেচনা না করা হয়। বরং যদি কোনও সংবাদমাধ্যম কুণালের বক্তব্যকে তৃণমূলের অবস্থান হিসেবে তুলে ধরে, তাহলে সেই সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।

তবে ঠিক কোন কোন কারণে কুণালের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে, তা নিয়ে সরাসরি তৃণমূলের তরফে কোনও মন্তব্য করা হয়নি। তবে রাজনৈতিক মহলের মতে, বুধবার কলকাতা ৩৮ নম্বর ওয়ার্ডে রক্তদান শিবিরে গিয়ে বিজেপি প্রার্থী তাপসের যে ভূয়সী প্রশংসা করেন কুণাল, তা মোটেও ভালোভাবে নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। সেইসঙ্গে গত রবিবার নাম না করে দেবকে যে আক্রমণ শানান কুণাল, সেটাও ভালো চোখে দেখা হয়নি বলে সংশ্লিষ্ট মহলের মত।

আরও পড়ুন: WB DA hike and new project from 1st May: ৫০ দিন কাজ দেবে রাজ্য, DA বাড়ল সরকারি কর্মীদের- মে থেকে চালু হচ্ছে একাধিক নিয়ম

তাপসকে নিয়ে কুণাল ঠিক কী বলেন?

একটি রক্তদান শিবিরে হাজির হয়ে কুণাল বলেন, ‘রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। আপনাদের অগ্নিবীণা ক্লাব এভাবেই সকলকে……। ওই তো আমাদের তৃণমূল আইটি সেলের …… সব চলে এসেছে। মাঝখানে শুধু একটা রাস্তা হয়ে গিয়েছে। এপার-ওপার। এপার-ওপার। এখানে অন্য দলের লোকজন রয়েছেন। তাপসদা জানেন, তাপসদা’কে এক পরিবাবের মধ্যে রাখতে শেষ চেষ্টা করা হয়েছিল। কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র।’ 

আরও পড়ুন: Rahul on Amethi and Rae Bareli: আমেঠিতে লড়ব না! খাড়গের কথাও শুনতে নারাজ রাহুল, রায়বরেলিতে ‘রিস্ক’ নেবেন কি?

মঞ্চে তাপস বসে থাকার সময়ই কুণাল বলেন, ‘তাপসদার দরজা সারাদিন, সারারাত মানুষের জন্য খোলা থাকে, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে অতীতে মানুষকে পরিষেবা দিয়েছেন, তা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন-তখন দলের যে কোনও কর্মী তাঁকে পান। কিন্তু দুর্ভাগ্য যে রাজনীতির ময়দান, আমরা একটা উলটো দিকে পড়ে গিয়েছে।’

দেবকে নিয়ে কী বলেন কুণাল?

সম্প্রতি মিঠুন চক্রবর্তীকে ‘গদ্দার’ বলা হওয়ার বিষয়টি তাঁর ব্যক্তিগতভাবে পছন্দ নয়, সেটা বলতে একেবারে কুণ্ঠাবোধ করেননি দেব। যদিও কুণালের যুক্তি ছিল, যাঁরা দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তাঁদের সঙ্গে আদিখ্যেতা করে নিজের ভাবমূর্তি বজায় রাখা হল সৌজন্য। 

আরও পড়ুন: Madhyamik 2024 Result Date and Timings: আগামিকাল মাধ্যমিকের রেজাল্ট! কখন বেরোবে? কোন সময় অনলাইনে দেখাবে? কীভাবে দেখবেন?