Anti-submarine missile:নৌসেনার শক্তি বাড়িয়ে অ্যান্টি সাবমেরিন মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা ভারতের, সংহার করে কীভাবে?

ওড়িশার উপকূলে আবদুল কালাম দ্বীপ থেকে এই মিসাইলের সফল উৎক্ষেপ হচ্ছে কি না, তাতে নজরদারি ছিল একাধিক প্রযুক্তির। এই গোটা পরীক্ষা নজরে রেখেছিল বিভিন্ন স্তরের ব়্যাডার, ডাউনরেঞ্জ সরঞ্জাম, কিছু জাহাজ, ইলেকট্রো অপটিক টেলিমেট্রি সিস্টেম।