WB Board 10th Result 2024: পুরনো জায়গায় মিলবে না মাধ্যমিকের মার্কশিট, কোথায়? তার আগে কীভাবে রেজাল্ট দেখবে?

বৃহস্পতিবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে যে আগামিকালই মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। সকাল ১০ টা থেকে পর্ষদের নির্ধারিত বিভিন্ন ক্য়াম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হতে চলেছে। স্কুলের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হবে মার্কশিট এবং সার্টিফিকেট। তবে এবার লোকসভা নির্বাচনের কারণে আটটি মহকুমায় শিবির পরিবর্তন করা হয়েছে। কোন কোন মহকুমার শিবির পরিবর্তন করা হয়েছে এবং নয়া কোন শিবির থেকে মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে, সেটার তালিকা দেখে নিন –

১) কালিম্পং মহকুমা: কালিম্পং কুমুদিনি হোমস।

২) মালদা মহকুমা: মালদা উমেশচন্দ্র বাস্তুহারা বিদ্যালয়।

৩) মুর্শিদাবাদ মহকুমা: বহরমপুর মহারানি কাশীশ্বরী গার্লস হাইস্কুল।

৪) চন্দননগর মহকুমা: চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির।

৫) বোলপুর: বোলপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ।

৬) রামপুরহাট: রামপুরহাট ডক্টর শরদিন্দু মজুমদার বিদ্যানিকেতন।

৭) হাওড়া (সদর) মহকুমা: জগাছা হাইস্কুল।

৮) কাকদ্বীপ মহকুমা: কাকদ্বীপ জ্ঞানদাময়ী বিদ্যাপীঠ (হাইস্কুল)।

বাকি মহকুমার ক্ষেত্রে অবশ্য ক্যাম্প অফিসের হেরফের করা হয়নি। পর্ষদের তরফে জানানো হয়েছে, কলকাতা, শ্রীরামপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বনগাঁ, মুর্শিদাবাদ, ঘাটাল, রঘুনাথপুরের মতো মহকুমায় যে ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ করা হয়, সেগুলি অপরিবর্তিত থাকছে।

আরও পড়ুন: Madhyamik 2024 Result on HT Bangla: মাধ্যমিকের রেজাল্ট বেরোলেই ফোনে জানিয়ে দেবে HT বাংলা! আগেভাগে রেজিস্টার করুন

কখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে?

পর্ষদের তরফে জানানো হয়েছে, সকাল ৯ টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হবে। তবে তখনই অনলাইনে নিজেদের ফলাফল দেখতে পারবে না পড়ুয়ারা। তাদের আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে। সকাল ৯ টা ৪৫ মিনিট থেকে অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। অনলাইনে রেজাল্ট দেখা যাবে হিন্দুস্তান টাইমস বাংলায়। 

আরও পড়ুন: HS exam rules under semester system: থাকছে সাপ্লি, কবে সেমেস্টারের পরীক্ষা? কীভাবে উচ্চমাধ্যমিকের নম্বর যোগ? বলল সংসদ

অনলাইনে হিন্দুস্তান টাইমস বাংলার পেজ থেকে রেজাল্ট জানার জন্য আগেভাগেই রেজিস্টার করে রাখতে পারবে পড়ুয়ারা। সেক্ষেত্রে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হলেই নথিভুক্ত মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে অ্যালার্ট যাবে। ফলে সঙ্গে-সঙ্গে মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা। মাধ্যমিক পরীক্ষার ফলাফলের জন্য হিন্দুস্তান টাইমস বাংলায় রেজিস্টার করতে এখানে ক্লিক করুন – এখানে ক্লিক করুন।

হিন্দুস্তান টাইমস বাংলা ছাড়াও কোন কোন ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল দেখা যাবে?

১) wbbse.wb.gov.in

২) wbresults.nic.in

আরও পড়ুন: Madhyamik 2024 Result on HT Bangla: মাধ্যমিকের রেজাল্ট বেরোলেই ফোনে জানিয়ে দেবে HT বাংলা! আগেভাগে রেজিস্টার করুন