স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে: এমপি কামাল

খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের নিয়ে ভাবেন। দেশের সব জুট মিলের উৎপাদন বন্ধ করা হলেও শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হয়েছে। যাতে শ্রমিকরা কষ্টে না থাকেন। প্রধানমন্ত্রী শ্রমিকদের হৃদয়ে রেখেছেন। তাই শ্রমিকদের হাতকে আরও শক্তিশালী করতে পরিকল্পনা রয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকরাও অংশীদার হবে।

খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের উদ্যোগে বুধবার সন্ধ্যা ৭টায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমার কোনও ব্যক্তিগত লোক নেই, এই অঞ্চলের মানুষ আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং স্নেহের উল্লেখ করে এস এম কামাল হোসেন বলেন, আমার কোনও ব্যক্তিগত স্বার্থ বা কোনও এজেন্ডা নেই। যতটুকু বরাদ্দ পাই তার শতভাগ এই অঞ্চলের মানুষের মাঝে, প্রতিষ্ঠানের মধ্যে বণ্টন করে থাকি। শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মসূচি মাথায় রেখেই সব পদক্ষেপ গ্রহণ করা হয়। ফলে সব উন্নয়নকাজ জনগণকে নিজের মনে করে বুঝে নিতে হবে। ঘোষণা অনুযায়ী কাজ যথাযথ হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব জনতার।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে শ্রমিকদের উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক, শ্রমিকের পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের কোনও বিকল্প নেই।

সভায় প্রধান অতিথি ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু। এতে সভাপতিত্ব করেন খুলনা জুট ওয়ার্কার্স ইনস্টিটিউটের সভাপতি মো. মুরাদ। সঞ্চালনা করেন ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির খান।