বাগাতিপাড়ায় উপজেলা চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এএসএম জাহাঙ্গীর হোসেন মানিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি আহত হয়েছেন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাপুর বাজার এলাকায় ওই ঘটনা ঘটে।

স্থানীয়রা এবং আহত জাহাঙ্গীর হোসেন মানিকের ভাই ফাগুয়াড়দিয়াড় ইউপি চেয়ারম্যান এসএম লেলিন জানান, বুধবার সন্ধ্যায় মানিক ভাই ওই বাজারে প্রচারণা চালাচ্ছিলেন।

এ সময় আকস্মিকভাবে আরেক চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফের কর্মী-সমর্থকরা আমার ভাইয়ের উপর হামলা চালায়। এতে তিনি আহত হন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত জাহাঙ্গীর হোসেন মানিককে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



বাঁধন/সিইচা/সাএ