Success story: এক চান্সে মাধ্যমিক পাশ, ফুটবাসী প্রিয়ার সাফল্যে রয়েছে অন্য লড়াই

অর্থিক বাধা-সহ নানা প্রতিকূলতার বিরুদ্ধে লড়ে মাধ্যমিকে সাফল্যের নজির মেলে প্রায়শই। তবে তাদের অধিকাংশের মাথার উপর ছাদ থাকে। কিন্তু ছাদ, চার দেওয়ালবিহীন জীবন কাটিয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করাটা মোটেই সহজ কথা নয়। প্রথম চেষ্টায় মাধ্যমিক পাশ করে চমকে দিয়েছে ফুটপাতবাসী প্রিয়া। ২১৯ নম্বর পেয়ে মাধ্যমিকে পাশ করেছে সে।

আপাত দৃষ্টিতে নম্বরে চমক নেই। কিন্তু যে প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে ওই পেতে হয়েছে প্রিয়া তা কল্পনাতীত। কলকাতার সার্দান অ্যাভেনিউ অঞ্চলে প্রিয়ার বাস। মা পরিচারিকার কাজ করেন। বাবা নেশা আশক্ত। রোদ-ঝড়-বৃষ্টিতে ফুটপাতে বাস। এই পরিস্থিতির একবারে মাধ্যমিক পাশ করা অক্সিজেন বিহীন অবস্থায় এভারেস্টে ওঠার সামিল। সেই কাজ করে দেখিয়েছে প্রিয়া।

আরও পড়ুন। ডাকনাম ‘লেনিন’, বাবা CPIM-র হোলটাইমার, মাধ্যমিকে তৃতীয় উদয়ন হতে চায় ডাক্তার!

পাশে স্বেচ্ছাসেবী সংস্থা

কালিধব ইনস্টিটিউটের ছাত্রী প্রিয়া রাস্তার ধারের দোকানে বাসন মাজার কাজ করত। সঙ্গে চলত পড়াশুনোয়। পথশিক্ষা বিনামূল্য পড়ায় মিত্রবিন্দা ঘোষের রামধনু ফাউন্ডেশন। প্রিয়াকে পড়াতেন তাঁরা। ফুটপাতে বসে ঘণ্টার পর ঘণ্টা চলত পড়াশুনো। তাতেই এসেছে সাফল্য একবারে সে মাধ্যমিকের বেড়া টপকেছে।

আর পড়ুন। সন্তান মাধ্যমিক দেবে? সাফল্যের গোপন পথ জানিয়ে দিল প্রথম স্থানাধিকারী, ফল মিলবে হাতেনাতে!

আরও পড়ুন। মাধ্যমিকের প্রথম দশে ৫৭ জন! কোন স্কুলের কে কত নম্বর স্থানে আছে? রইল মেধাতালিকা

এই ভাবে একবারে মাধ্যমিক পাশ করবে সে নিজেও ভাবতে পারেনি প্রিয়া । বাবা-মায়ের নিত্য সাংসারিক অশান্তি। সেখান থেকে নিজেকে বার করে আনতে পেরে খুশি সে। 

ভবিষ্যৎ পরিকল্পনা

এই সাফল্য আবারও তাঁকে স্বপ্ন দেখতে শেখাচ্ছে। উচ্চমাধ্যমিকে কলা বিভাগ নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তাঁর। আর ভবিষ্যতে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার স্বপ্ন রয়েছে। তার মতো কেউ যেন এভাবে সাফল্য পায় জীবনে সেটাই তাঁর লক্ষ্য।

আরও পড়ুন। অযোগ্য শিক্ষকরাও কি এবারের মাধ্যমিকের খাতা দেখেছিল?‌ সামনে আসছে নয়া তথ্য‌