IPL 2024 Chennai Super Kings pacer Matheesha Pathirana returns to Sri Lanka to recover from hamstring injury

ধর্মশালা: আইপিএলের (IPL 2024) চূড়ান্ত পর্ব চলছে। প্লে অফে ওঠার শেষ ল্যাপে মগ্ন সবকটি দল। গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (CSK) সামনেও প্লে অফে জায়গা পাকা করার পরীক্ষা। আর সেই পর্বে বিরাট ধাক্কা খেল রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিংহ ধোনির দল। চোট পেয়েছেন দলের অন্যতম সেরা পেস অস্ত্র মাথিশা পাথিরানা। ডেথ ওভারের স্পেশ্যালিস্টকে ফিরতে হয়েছে দেশে। কবে তিনি মাঠে নামতে পারবেন, তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন পাথিরানা। শ্রীলঙ্কার পেসার দেশে ফিরে গিয়েছেন। ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্য়াচে খেলতে পারেননি তিনি। রবিবার পাঞ্জাব কিংসের ঘরের মাঠেও খেলতে পারলেন না। এমনিতেই দীপক চাহারকে চোটের জন্য পাচ্ছে না সিএসকে। তার ওপর পাথিরানার চোট বিরাট ধাক্কা পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের জন্য।

রবিবার একটি বিবৃতি দিয়ে চেন্নাই সুপার কিংস জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন শ্রীলঙ্কার পেসার পাথিরানা এবং শুশ্রূষা করাতেই তিনি দেশে ফিরে গিয়েছেন। আইপিএলে আর তিনি খেলবেন কি না তা নিয়ে কিছু জানানো হয়নি সিএসকে-র পক্ষ থেকে। তবে অনেকেরই ধারণা, পাথিরানার হয়তো আর ফেরা হবে না। কারণ, আইপিএলের পরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাথিরানা শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলেরও অন্যতম সেরা অস্ত্র। আইপিএলে তাঁকে খেলিয়ে ঝুঁকি নিতে চাইবে না শ্রীলঙ্কা।

বুধবার চিপকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাত্র দুটি বল করেছিলেন চাহার। তাঁর ফের চোট লেগেছে। চোটের জায়গায় স্ক্যান করানো হয়েছে এবং তাঁর রিপোর্ট আসার অপেক্ষায় রয়েছে সিএসকে টিম ম্যানেজমেন্ট।

 

চলতি আইপিএলে চেন্নাইয়ের হয়ে ৬টি ম্যাচ খেলেছেন পাথিরানা। ওভার প্রতি মাত্র ৭.৬৮ করে রান খরচ করেছেন। ১৩টি উইকেট নিয়েছেন। পার্পল ক্যাপের দৌড়েও ছিলেন ডানহাতি ফাস্টবোলার। তবে হ্যামস্ট্রিংয়ের চোট তাঁকে বেশ ভোগাচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টুর্নামেন্টে সিএসকে-র প্রথম ম্যাচেও খেলতে পারেননি তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্যই। মার্চ মাসে সিলেটে জাতীয় দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছিল পাথিরানার।

আরও পড়ুন: স্ট্রাইক রেট প্রসঙ্গে কোহলির মন্তব্যে ক্ষুব্ধ গাওস্কর, একহাত নিলেন আইপিএল ব্রডকাস্টারদের

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও দেখুন