Corona New Variant Flirt Know How Much Threatening This Is Bengali News

Coronavirus Flirt Variant: করোনাকালের ত্রাস যেন শেষ হয়েও শেষ হচ্ছে না কিছুতেই। করোনা ভাইরাসের পর ওমিক্রন নিয়ে সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। সেই ওমিক্রনের দাপট এখন অনেকটাই কমে গিয়েছে। কিন্তু সম্প্রতি আরেকটি নয়া প্রজাতি কোভিড ভাইরাসের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্টের এই বিশেষ ভ্যারিয়্যান্টটি দ্রুত হারে ছড়িয়ে পড়ছে। যার জেরে ফের আতঙ্কের প্রহর গুনতে শুরু করেছে বিশ্বের অন্যান্য দেশগুলি। 

কোন দুটি ভ্যারিয়্যান্টের এমন নাম ?

একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ওমিক্রনের বেশ কয়েকটি নতুন ভ্যারিয়্যান্টের খোঁজ পাওয়া গিয়েছে। তবে এর মধ্যে প্রধানত দুটি বেশি সংক্রমণাত্মক বলে জানাচ্ছেন গবেষকরা। বলা হচ্ছে, কেপি.২ ও কেপি১.১ নামের ভাইরাস দুটি দ্রুত হারে সংক্রমণ ছড়াচ্ছে মার্কিন মুলুকে। প্রসঙ্গত, এই দুটি আগের ওমিক্রন ভাইরাসের থেকে বেশি শক্তিশালী ও সংক্রমণ ছড়াতে ওস্তাদ। এই সংক্রমণাত্মক ভাইরাসগুলিকেই একসঙ্গে বলা হচ্ছে ফ্লার্ট।

কী কী উপসর্গ দেখা যায় ?

কী কী উপসর্গ দেখা দেয় ফ্লার্ট নামের এই কোভিড ভ্যারিয়্যান্টে ? বিশেষজ্ঞদের কথায়,করোনা বা ওমিক্রন ভাইরাসের ক্ষেত্রে যে যে লক্ষণ দেখা যায়,এই ক্ষেত্রেও সেই উপসর্গগুলি দেখা দিতে পারে। কী কী উপসর্গ, তার একটি তালিকা দিয়েছেন বিজ্ঞানীরাই।

ফ্লার্ট ভ্যারিয়্যান্ট সংক্রমণের উপসর্গ

  • কাশি
  • সর্দি
  • নাক থেকে জল পড়া
  • গলা ব্যথা
  • প্রচণ্ড ক্লান্তিভাব
  • প্রচণ্ড জ্বর বা কাঁপুনি দিয়ে জ্বর
  • মাথা ব্যথা
  • গায়ে ব্যথা
  • খাবারের স্বাদ না পাওয়া

রোগ প্রতিরোধ ক্ষমতা ভেদ করতে জানে

রোগ প্রতিরোধ ক্ষমতা ভেদ করতে জানে ওমিক্রনের এই নতুন সাবভ্যারিয়্যান্টগুলি। বিশেষজ্ঞদের কথায়, কেপি.২ ও কেপি১.১ এই ক্ষেত্রে সারির প্রথমেই রয়েছে। শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা ভেদ করায় একের পর এক সংক্রমণ ছড়াচ্ছে মার্কিন মুলুকে।

কতটা ভয়ের ?

নয়া ধরনের এই সাবভ্যারিয়্যান্ট নিয়ে আতঙ্ক ছড়ালেও এতে ভয় পাওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকদেরই একাংশ। সংবাদমাধ্যম আইএএনএস-কে ফর্টিস হাসপাতালের চিকিৎসক স্বপ্নীল খাড়াকে বলেন, এই ভাইরাস নিয়ে অতিরিক্ত উদ্বেগ বা দুশ্চিন্তা করার কোনও কারণ নেই। তবে একই সঙ্গে সতর্ক থাকাও জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন –  Covishield Side Effect: কোভিশিল্ড নিয়ে এবার মামলা দায়ের সুপ্রিম কোর্টে, কবে শুনানি ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও দেখুন