Kolkata Rain: ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, হল যানজট, তার ছিঁড়ে ট্রেন বন্ধ কর্ড লাইনে, ফুটপাতে মর্মান্তিক মৃত্যু

একেবারে ঝমঝম করে বৃষ্টি। গরমে ক্লান্ত শহরবাসীর কাছে স্বস্তি নিয়ে এল এই বৃষ্টি। মোটামুটি ৭টা থেকে বৃষ্টি শুরু হয়। রাত সাড়ে ৯টা পর্যন্ত বৃষ্টি চলছে। সেই সঙ্গে হাওয়ার দাপট। সঙ্গে বজ্র বিদ্যুতের ঝলকানি। তবে প্রচন্ড গরমের মধ্য়ে এই বৃষ্টি যেমন স্বস্তি এনে দিয়েছে, তেমনি  দুঃখের খবরও রয়েছে। 

ডানকুনিতে তার ছিঁড়ে ট্রেন চলাচল ব্যহত হয়। হাওড়া কর্ড লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। অফিস ফেরত যাত্রীরা মহা সমস্যার মধ্য়ে পড়ে যান। 

ঝড়বৃষ্টির মধ্যেই হল দুর্ঘটনা। স্ট্র্যান্ড রোডের ফুটপাতে চা-এর দোকান চালাতেন এক ব্যক্তি। বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে তাঁর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, তাঁর নাম সুভাষ অধিকারী। তাঁর বয়স ৩৭ বছর। তিনি বৃষ্টির মধ্য়ে ঝাড়ুর লাঠি সংগ্রহ করতে গিয়েছিলেন। সেই সময় খোলা বিদ্যুতের তারের সঙ্গে তা লেগে যায়। আর তাতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ঠ হন। পরে তাকে বাঁচাতে গেলে তার স্ত্রীও বিদ্যুৎস্পৃষ্ঠ হন। পরে স্থানীয়রা তাদের কোনওরকমে উদ্ধার করে নিয়ে যান। ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়। 

এদিকে আচমকা বৃষ্টির জেরে শহরবাসীর মধ্যে স্বস্তি ফেরে। তবে তার মধ্যেই শহরের কিছু জায়গায় যানজট দেখা দেয়। অফিস ফেরত বাসিন্দারা সমস্য়া পড়ে যান। মূলত উত্তর কলকাতার কিছু এলাকায় এই সমস্যা দেখা দেয়। রাস্তায় গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়। তবে মোটের উপর এদিনের বৃষ্টি যেন খুশির ঢেউ আনে কলকাতায়। 

কলকাতার পাশাপাশি শহরতলির বিভিন্ন জায়গাতেও বৃষ্টি হয়। হুগলির বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে প্রচন্ড দাবদাহে পুড়ছিল কলকাতা। সেই পরিস্থিতিতে এদিন যেন অনেকটাই আরাম আনল এই বৃষ্টি। সব মিলিয়ে আরামের বৃষ্টি নামল কলকাতায় ও শহরতলিতে। 

অফিস ফেরত অনেককেই এদিন সন্ধ্য়ায় দেখা যায় ছাতা না খুলে হালকা বৃষ্টিতে ভিজছেন। গত কয়েকদিন ধরে যেভাবে তাপমাত্রা হু হু করে বাড়ছিল সেই নিরিখে এদিনের বৃষ্টি যেন অনেকটাই আরাম এনে দেয়।

গত কয়েকদিন ধরে কোথায় কত তাপমাত্রা হল তা নিয়েই চর্চা চলছিল বাংলা জুড়ে। এসি, ফ্য়ান, ফ্রিজের দোকানে উপচে পড়া ভিড়। অনেকে কাজ চালানোর মতো সেকেন্ড হ্যান্ড এসি কিনে ঘরে ফিরেছিলেন। তবে এদিন সন্ধ্য়ার বৃষ্টি সব কিছুকে ছাপিয়ে গেল।

কলকাতার একাধিক জায়গায় দেখা যায় বৃষ্টি দেখে আনন্দে আত্মহারা শহরবাসী। এই বৃষ্টি কবে হবে সেই আশাতেই দিন গুনছিলেন তাঁরা। এদিনের বৃষ্টি যেন ইচ্ছা পূরণ করল।

বৃষ্টি, বৃষ্টি, বৃষ্টি। তবে এদিন সকাল থেকেই কলকাতার আকাশ ছিল কিছুটা মেঘলা। অনেকেই সন্ধ্য়ায় বৃষ্টির আশায় বসেছিলেন। অবশেষে এল বৃষ্টি।