Hiran Chatterjee: BJP কর্মীর মুক্তির দাবিতে থানার সামনেই বিক্ষোভ, পুলিশের সঙ্গে তর্কে জড়ালেন হিরণ

এক বিজেপি কর্মীকে মিথ্যাভাবে ফাঁসানোর অভিযোগ তুলে থানার সামনে ধরনায় বসলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। আরও অভিযোগ, তিনি একটি এফআইআর দায়ের করতে গিয়েছিলেন কিন্তু, পুলিশ এফআইআর গ্রহণ করেনি। এই ঘটনাকে কেন্দ্র করে থানার ভিতরেই এক পুলিশ আধিকারিকের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী। এমনকী পুলিশকে টেবিল চাপড়ে পর্যন্ত কথা বলেন হিরণ। ‘মমতার পুলিশ’ বলেও কটাক্ষ করেন তিনি। পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে হিরণ রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন। ঘটনাটি ঘটেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত সবং থানার ভিতরে। 

আরও পড়ুন: ট্রেনে চড়েই মনোনয়ন, রাস্তায় বাম প্রার্থীর পায়ে প্রমাণ, সৌজন্যতা দেখালেন হিরণ

হিরণের অভিযোগ, গতকাল সবং ব্লকের বিষ্ণুপুর ১৩ নং অঞ্চলের মাধবচক এলাকায় বিজেপি কর্মীরা প্রতিবাদে করেছিলেন। তারা ১০০ দিনের কাজের টাকার হিসেব চেয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। এরপরেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই বিজেপি কর্মীকে মারধর করে। শুধু তাই নয়, অভিযুক্তকে গ্রেফতার করার পরিবর্তে সবং থানার পুলিশ রাতের অন্ধকারে আক্রান্ত বিজেপি কর্মীকেই গ্রেফতার করে বলে অভিযোগ। আজ সোমবার তাকে আদালতে তোলা হয়। ওই বিজেপি কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে এদিন থানায় যান হিরণ। তিনি ওসির সঙ্গে দেখা করতে চাইলেও দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এরপর থানার সামনেই বসে পড়েন বিজেপি প্রার্থী-সহ দলের কর্মী সমর্থকরা। 

হিরণের অভিযোগ, থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা ওসির সঙ্গে তাঁকে দেখা করতে দেননি। পাশাপাশি ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বিজেপি কর্মীদের সঙ্গে অসভ্য আচরণ করারও অভিযোগ তোলেন তিনি। হিরণের হুঁশিয়ারি, যতক্ষণ না পর্যন্ত ওই বিজেপি কর্মীকে ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় সবং থানা চত্বরে।

এদিকে, হিরণ ওই পুলিশ আধিকারিককে জানান, তিনি একটি এফআইআর করতে চান। কিন্তু, পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয় ওসির অনুমতি ছাড়া এফআইআর দায়ের করা যাবে না। এ নিয়ে প্রশ্ন তোলেন হিরণ। তিনি জানতে চান, কোন ধারায় তা বলা রয়েছে তা দেখাতে হবে? এমনকী টেবিল চাপড়ে তিনি পুলিশকে মমতার পুলিশ হলে কটাক্ষ করেন। পরে জেলার পুলিশ সুপারকে ফোন করার পর অভিযোগ জমা নেওয়া হয়েছে। কিন্তু এফআইআর করা হয়নি। পুলিশকে কটাক্ষ করে হিরণ বলেন, ‘বিজেপি আসলে এই পুলিশ তখন বিজেপির হয়ে কাজ করবে। যখন যে ক্ষমতায় আসবে তখন পুলিশ তাদের দলদাস হয়ে যায়। তবে এই পুলিশের মধ্যে ভালো কিছু পুলিশও আছে।’