IPL 2024 MI vs SRH Innings Highlights Sunrisers Hyderabad gave target of 174 runs against Mumbai Indians at Wankhede Stadium

মুম্বই: দুই দলের প্রথম সাক্ষাতে উঠেছিল ৫২৩ রান। সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলে (IPL 2024) রেকর্ড ২৭৭ রান তুলেছিল। জবাবে ২৪৬ রান তুলে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স (MI vs SRH)।

তবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলের ফিরতি সাক্ষাতে ব্যাটারদের সেই শাসনের ছবি দেখা গেল না। বরং বোলাররাও পাল্টা কামড় বসালেন। ২০ ওভারের শেষে সানরাইজার্স হায়দরাবাদ তুলল ১৭৩/৮। ম্যাচ জিতে প্লে অফের লড়াইয়ে ভেসে থাকতে মুম্বই ইন্ডিয়ান্সকে তুলতে হবে ১৭৪ রান।

টস জিতে সানরাইজার্স হায়দরাবাদকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। যদিও সেই সিদ্ধান্ত দেখে অনেকে বলাবলি শুরু করে দেন, আগের সাক্ষাতে প্রথমে ব্যাট করে ধুন্ধুমার কাণ্ড করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। ফের কি সেরকমই কোনও ঝুঁকির মুখে পড়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স? প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকেই গিয়েছেন হার্দিক-রোহিত শর্মারা। ১১ ম্যাচে ৬ পয়েন্ট তাঁদের। বাকি তিন ম্যাচের তিনটিতেই জিতলে খাতায় কলমে একটা ক্ষীণ সম্ভাবনা থাকবে। কিন্তু হায়দরাবাদ বড় রান তুলে দিলে সেই সম্ভাবনারও সলিল সমাধি ঘটে যাবে আরব সাগরের পাড়েই।

আশঙ্কা আরও বাড়িয়ে তুলেছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলার ও ফিল্ডাররা। দুরন্ত ছন্দে থাকা ট্র্যাভিস হেডের একটি ক্যাচ পড়ে। আর একবার তিনি বোল্ড হলেও ওভারস্টেপ করেন বোলার। ২৪ রান করে অংশুল কম্বোজের বলে বোল্ড হয়ে গিয়েও নো বল হওয়ায় বেঁচে যান হেড। ৪৪ রানের মাথায় ফের ক্যাচ পড়ে হেডের। শেষ পর্যন্ত ৩০ বলে ৪৮ রান করে হায়দরাবাদের সর্বোচ্চ স্কোরার হেডই।

 

তবে মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য আর কেউই সেভাবে রান পাননি। ৪ ওভারে মাত্র ২৩ রান খরচ করে এক উইকেট নেন যশপ্রীত বুমরা। ৩টি করে উইকেট হার্দিক পাণ্ড্য ও পীযূষ চাওলার। শেষ দিকে প্যাট কামিন্স ১৭ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংস খেলায় কিছুটা ভদ্রস্থ জায়গা পৌঁছে যায় হায়দরাবাদের স্কোর।

আরও পড়ুন: কলকাতায় তুমুল ঝড়-বৃষ্টি, বিমান নামতেই পারল না, কোথায় গেলেন কেকেআর ক্রিকেটারেরা?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও দেখুন