Patna-Kota Express Train: ঘুমিয়ে পড়েছিলেন স্টেশন মাস্টার! হর্ন বাজিয়ে জাগিয়ে আধ ঘণ্টা পর মিলল সিগনাল

তীব্র গরম। নিজের অফিস ঘরে একা বসে থাকতে ঘুমিয়ে পড়েছিলেন স্টেশন মাস্টার। যার জেরে সুবজ সিগনাল পেতে প্রায় আধ ঘণ্টা অপেক্ষা করতে হল পাটনা-কোটা এক্সপ্রেসকে। গত শুক্রবার এই ঘটনা হয়েছে উত্তরপ্রদেশের ইটওয়ার কাছে উদি মোর রোড স্টেশনে।

আগ্রা ডিভিশনের অধীনে স্টেশনটি পড়ে। স্টেশন মাস্টারকে শো কজ করেছে রেল কর্তৃপক্ষ। রেলের বক্তব্য তাঁর কর্তব্যে অবহেলার জন্য যে কোনও মুহূর্তে বড়সড় বিপদ হতে পারত।

আরও পড়ুন। শাক্সগাম উপত্যকায় চিনের রাস্তা! সরেজমিনে খতিয়ে দেখবে ভারতীয় সেনা

আগ্রা রেলওয়ে ডিভিশনের পিআরও প্রশস্তি শ্রীবাস্তব সংবাদসংস্থা পিটিআইকে,’আমরা স্টেশন মাস্টারকে শো কজ করেছি। তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।’

রেল আধিকারিকরা জানিয়েছেন, ইটওয়ার কাছে উদি মোর একটি ছোট স্টেশন। কিন্তু স্টেশনটি গুরুত্বপূর্ণ। কারণ আগ্রা থেকে প্রয়াগরাজের দিকে যাওয়া ট্রেনগুলি এই স্টেশন দিয়ে ঝাঁসি পাশ করে।

আরও পড়ুন। পালিত ‘সন্ন্যাসী’ পুত্রের সঙ্গে বিছানায় থাই নেত্রী, হাতেনাতে ধরে ফেললেন স্বামী

আরও পড়ুন। সোনা পাচার করতে গিয়ে মুম্বইতে ধরা পড়েছিলেন আফগান দূত, এবার ‘অপমানে’ পদত্য়াগ

সূত্রের খবর, ট্রেনের লোকো পাইলট একাধিকবার হর্ন বাজিয়ে স্টেশন মাস্টারকে জাগান। তার পর তিনি ট্রেনটি চলার জন্য সবুজ সংকেত দেন।

স্টেশনের এক আধিকারিক জানিয়েছেন,’স্টেশন মাস্টার ভুল স্বীকার করেছেন এবং তাঁর ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।’ তিনি জানিয়েছেন, স্টেশনে তিনি একা ছিলেন। তাঁর সঙ্গে থাকা পয়েন্টম্যান ট্রাক পরিদর্শনে করতে গিয়েছিল।

বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) তেজ প্রকাশ আগরওয়াল জানিয়েছেন, তিনি এই ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছেন। কারণ, তিনি কর্মীদের সময়ানুবর্তিতার উন্নতির দিকে জোর দিচ্ছেন। এর সম্প্রতি ৯০ শতাংশ সময়ানুবর্তিতা অর্জন করা গিয়েছে।

তবে রেলের এক কর্তার মতে, স্টেশন মাস্টারের এই দায়িত্বে অবহেলা ট্রেন চালানোর জন্য শুধুমাত্র অন্যদের কঠোর পরিশ্রমকেই নষ্ট করেনি বরং ট্রেন পরিচালনার ক্ষেত্রে মারাত্মক ঝুঁকি তৈরি করেছে। তাঁর এই দায়িত্বজ্ঞানহীনতায় বড় বিপদ হতে পারত।

আরও পড়ুন। ১০ মে’র ডেডলাইনের আগেই সেনা প্রত্যাহার নিয়ে পর্যালোচনা ভারত-মলদ্বীপের