T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই বাবরের হুঁশিয়ারি! বিরাটকে আটকাতে কোমর বেঁধে নামবেন

<p style="text-align: justify;"><strong>করাচি:</strong> ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) আসরে ভারত-পাক (IND vs PAK) দ্বৈরথ। <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> শর্মার নেতৃত্বে সেই ম্য়াচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a> (Indian Cricket Team)। আর জয়ের অন্য়তম নায়ক ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৫৩ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে পাকিস্তানের কফিনে পেরেক পুঁতে দেন প্রাক্তন ভারত অধিনায়কই। এমনকী হ্যারিস রউফকে (Harris Rauf) ব্যাকফুটে গিয়ে ছক্কা হাঁকিয়েছিলেন। বিশ্ব ক্রিকেটের অন্য়তম সেরা একটি ছক্কা হিসেবে গণ্য করা হয়। আবার একটি টি-টােয়েন্টি বিশ্বকাপের আসর বসতে চলেছে। আরও একবার ভারত-পাক দ্বৈরথ দেখা যাবে। তবে এবার আর বিরাটকে হাত খুলে মারতে দেবেন না, এমনই নাকি শপথ নিয়েছেন বাবর আজম (Babar Azam) ও তাঁর দল। কিং কোহলির বিরুদ্ধে স্ট্র্যাটেজিও তৈরি রেখেছে পাক শিবির।</p>
<p style="text-align: justify;">আয়ারল্যান্ডের বিরুদ্ধে ডাবলিনে টি-টোয়েন্টি সিরিজে খেলতে নামার আগে বাবর এমন বার্তা দিয়েছেন। শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে যখন ভারত-পাক দ্বৈরথ হয়েছিল, তখন বিরাট কোহলি তাঁর নিজের ইনিংসে ছয়টি বাউন্ডারি ও চারটি ছক্কা হাঁকান। ১৬০ রান তাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিল ৩১/৪। সেখান থেকে ম্য়াচ ঘুরিয়ে দেন বিরাট। বাবর বলছেন, ”একটা দল হিসেবে আমরা কোনও নির্দিষ্ট প্লেয়ারের বিরুদ্ধে নয়, গোটা দলের বিরুদ্ধেই স্ট্র্যাটেজি সাজিয়ে থাকি। কারণ আমাদের কাছে প্রতিপক্ষ দলের ১১ জন প্লেয়ারই ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা জানি না নিউ ইয়র্কে কেমন আবহাওয়া থাকবে, পরিবেশ কেমন থাকবে। তবে এটুকু জানি বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটারদের একজন। ওকে থামাতে আমাদের আলাদা পরিকল্পনা করতেই হবে। এবার ওঁকে আটকাতেই হবে আমাদের।”</p>
<p style="text-align: justify;">পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে রেকর্ডও দুর্দান্ত কোহলির। এখনও পর্যন্ত ১০ ম্য়াচ খেলে ৪৮৮ রান করেছেন। ৮১.৩৩ গড়ে ব্যাটিং করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৩। পাঁচটি অর্ধশতরানও ঝুলিতে রয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, কানাডা ও যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে ভারত তাঁদের অভিযান শুরু করতে চলেছে আগামী ৫ জুন থেকে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে রোহিত বাহিনী তাদের প্রথম ম্য়াচ খেলতে নামবে। অন্য়দিকে পাকিস্তান পরের দিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলতে নামবে নিজেদের প্রথম ম্য়াচ। ২০২২ সালে শেষবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড শিবির।</p>