Rohit Sharma seen Crying after being dismissed cheaply against SRH IPL 2024 Video viral

মুম্বই: শুরুর ছয় ম্যাচে ১৬৭.৩১ স্ট্রাইক রেটে ২৬১ রান। রোহিত শর্মা (Rohit Sharma) এ বারের আইপিএলের (IPL 2024) শুরুটা কিন্তু বেশ ভালভাবেই করেছিলেন। তবে হঠাৎই ছন্দপতন। শেষ পাঁচ ম্যাচে রোহিতের স্কোর যথাক্রমে চার, ১১, চার, আট এবং ছয়। মোট ৩৫। পরপর ব্যর্থতার জেরে হতাশ রোহিত কেঁদেই ফেললেন?

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে সাজঘরে রোহিত শর্মাকে আবেগঘন দেখাচ্ছে। সানরাইজার্সের বিরুদ্ধে প্যাট কামিন্সের বলে চার রানে আউট হয়েছিলেন। অনেকেই সেই ভিডিও দেখে মনে করছেন আউট হওয়ার পর মুম্বইয়ের সাজঘরে হতাশ রোহিত কান্নায় ভেঙে পড়েন। 

রোহিতের এই ফর্ম শুধু মুম্বই ইন্ডিয়ান্স নয়, ভারতীয় দলের জন্যও কিন্তু বেশ উদ্বেগজনক। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। সেই বিশ্বকাপে রোহিতের অধিনায়কত্বেই মাঠে নামবে টিম ইন্ডিয়া। মেগা টুর্নামেন্ট জিতে টিম ইন্ডিয়ার আইসিসি ট্রফি জয়ের খরা কাটানোর জন্য যে রোহিতের ফর্ম কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলার প্রয়োজন হয় না। তাঁর দক্ষতা নিয়েও কোনও প্রশ্ন থাকতে পারে না। তবে টিম ইন্ডিয়া অধিনায়কের এই ফর্ম যে উদ্বেগজনক, তা প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলেও মেনে নিয়েছেন। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় রোহিতের ফর্ম প্রসঙ্গে লেখেন, ‘রোহিত বর্তমান ফর্মটা বেশ উদ্বেগের। প্রথম সাত ইনিংসে ২৯৭ রান করার পর শেষ পাঁচ ইনিংসে ওর সংগ্রহ মাত্র ৩৪ রান। ওর টুর্নামেন্টের শেষটা ভালভাবে করার প্রয়োজন।’

 

 

তবে রোহিতের ব্যর্থতা সত্ত্বেও মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু সাত উইকেটে সানরাইজার্সকে হারায়। ১৭৪ রান তাড়া করতে নেমে ৩১ রান তিন উইকেট হারিয়ে ফেললেও সূর্যঝড়ে উড়ে যায় নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। ৫১ বলে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন তিনি। এই জয়ে অত্যন্ত ক্ষীণ হলেও মুম্বইয়ের প্লে-অফের আশা বজায় রইল। অপরদিকে সানরাইজার্স হায়দরাবাদের প্লে-অফে পৌঁছনোর লড়াইটা আরও কঠিন হল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: হ্যামস্ট্রিংয়ের চোটে শেষ আইপিএল সফর, আবেগঘন বিদায়ীবার্তা সিএসকে তারকার 

আরও দেখুন