Aurangabad-Osmanabad:বেআইনি কিছু করেনি রাজ্য- বার্তা দিয়ে ঔরাঙ্গাবাদ, ওসমানাবাদের নাম পরিবর্তনে সায় বম্বে হাইকোর্ট

মহারাষ্ট্রের দুই এলাকার নাম কিছু মাস আগেই বদল করে বিজ্ঞপ্তি জারি করেছিল একনাথ শিন্ডে সরকার। ঔরাঙ্গাবাদের নাম হয়েছে ছত্রপতি সাম্ভাজিনগর, আর ওসমানাবাদের নাম হয়েছে ধারাশিব। এরপর বিজেপি ও শিবসেনার শিন্ডে ক্যাম্পের জোট সরকারের এই নাম বদলের সিদ্ধান্তের বিরোধিতা করে বম্বে হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। বুধবার সেই দুই জনস্বার্থ মামলাই খারিজ করল বম্বে হাইকোর্ট। 

বুধবার বিচারপতি ডিকে উপাধ্যায় ও বিচারপতি আরিফ ডক্টরের বেঞ্চে এই মামলা ওঠে। সেই ডিভিশন বেঞ্চের তরফে এই মামলায় নাম বদলের সিদ্ধান্তের পক্ষেই যায় আদালতের বার্তা। আদালত বলছে, রাজ্য সরকারের সিদ্ধান্ত কোনো বেআইনি কিছু নয় বা অন্যায়ের শিকার নয় এবং তাই এক্ষেত্রে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। ২০২৩ সালের ১৬ জুলাই ঔরাঙ্গাবাদের নাম পরিবর্তন সংক্রান্ত বিষয়ের সিদ্ধান্ত গৃহিত হয়। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ঔরাঙ্গাবাদের বাসিন্দারা হাইকোর্টে একটি পিআইএল মামলা দায়ের করে। এদিকে, এই শহরকে নিয়ে যে জনস্বার্থ মামলা বাসিন্দারা দায়ের করেছিলেন, সেখানে বলা হয়েছে, এই শহর মুঘল সম্রাট ঔরাঙ্গজেবের নামকরণে করা হয়েছে। স্থানীয়রা বলছেন, বিশ্ব জুড়ে এই নামই মানুষের কাছে গ্রহণযোগ্য। সেই জায়গা থেকে এই নাম বদল নিয়ে আপত্তি রয়েছে স্থানীয়দের।

(Rain Alert and Weather Update:বৃষ্টির অ্যালার্ট জারি ১১ মে পর্যন্ত! মুষলধার বর্ষণের তাণ্ডব, তেলাঙ্গানায় মৃত ১৩ )

( Human trafficking network: ভারতীয়দের পাচার করে রাশিয়ার যুদ্ধে জোর করে নামানোর কারবারের পর্দাফাঁস! CBIর জালে ৪)

( Weight Loss Tips:ভুঁড়ি কমাতে শুধু এই মশলাই যথেষ্ট! ভিজিয়ে নিন জলে, রইল মেদ ঝরানোর টিপস)

আবেদনকারীরা দাবি করেছেন যে শহরের নাম পরিবর্তনের প্রচেষ্টা রাজনৈতিক দলগুলির দ্বারা জনসাধারণের মধ্যে বিভেদ সৃষ্টি এবং শহরের সাথে যুক্ত মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতিকে ধ্বংস করার উদ্দেশ্যে ছিল। পিটিশনে আরও বলা হয়েছে যে অতীতে নাম পরিবর্তন করে সম্ভাজি নগর করার প্রচেষ্টা ২০০১ সালে বাতিল করা হয়েছিল। পিটিশনে উল্লেখ করা হয়েছে যে যদিও শহরের নামটি পূর্বে খিরকি ছিল এবং পরে শাহজাহানের শাসনামলে খুজিস্তা বুনিয়াদে পরিবর্তন করা হয়েছিল, তবে ঔরঙ্গাবাদ নামটি ঔরঙ্গজেবের শাসনকালে তৈরি এবং গৃহীত হয়েছিল। আবেদনকারীরা দাবি করেছেন যে শিবসেনা ১৯৮৮ সালে সম্ভাজিনগরের নাম পরিবর্তনের দাবি না করা পর্যন্ত বিভিন্ন ধর্মের লোকেরা শহরে সম্প্রীতিতে বসবাস করে আসছিল।