IPL 2024: Mitchell Starc and Alyssa Healy Love Story and Married Life Story get to know in pics

দু জনেই ক্রিকেটার। দু জনেই অস্ট্রেলিয়ার জাতীয় দলের সদস্য। ২ জনেই বিশ্বজুড়়ে খ্যাতি পেয়েছেন। ২২ গজ থেকে শুরু হয়ে বিশ্বক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল মিচেল স্টার্ক-অ্যালিসা হিলি।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যে তাঁকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু মরশুমের শুরু থেকে ভাল পারফরম্য়ান্স আসছিল না তারকা বাঁহাতি পেসারের।

আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যে তাঁকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু মরশুমের শুরু থেকে ভাল পারফরম্য়ান্স আসছিল না তারকা বাঁহাতি পেসারের।

স্বামীর পাশে থাকতে অ্য়ালিসা কলকাতা শিবিরের সঙ্গে যোগ দিতেই ফর্মে ফিরলেন স্টার্ক। মুম্বই ম্য়াচে চার উইকেট নেন তিনি।

স্বামীর পাশে থাকতে অ্য়ালিসা কলকাতা শিবিরের সঙ্গে যোগ দিতেই ফর্মে ফিরলেন স্টার্ক। মুম্বই ম্য়াচে চার উইকেট নেন তিনি।

ক্রিকেটের সূত্রেই পরিচয় মাত্র ৯ বছর বয়সে। এরপর ২০১৬ সালের ১৫ এপ্রিল স্টার্ক-হিলির চার হাত এক হয়েছিল।

ক্রিকেটের সূত্রেই পরিচয় মাত্র ৯ বছর বয়সে। এরপর ২০১৬ সালের ১৫ এপ্রিল স্টার্ক-হিলির চার হাত এক হয়েছিল।

স্টার্ক ও হিলি একে অপরের বিরুদ্ধে নর্দান ডিস্ট্রিক্ট জুনিয়র ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে খেলছিলেন। পরবর্তী কালে দু’জনে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১১ দলেও খেলেছেন।

স্টার্ক ও হিলি একে অপরের বিরুদ্ধে নর্দান ডিস্ট্রিক্ট জুনিয়র ক্রিকেট অ্যাসোসিয়েশনের হয়ে খেলছিলেন। পরবর্তী কালে দু’জনে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১১ দলেও খেলেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী একমাত্র ক্রিকেট দম্পতি হিলি ও স্টার্ক। হিলি ২ বার জিতলেও এই খেতাব স্টার্ক একবারই জিতেছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী একমাত্র ক্রিকেট দম্পতি হিলি ও স্টার্ক। হিলি ২ বার জিতলেও এই খেতাব স্টার্ক একবারই জিতেছেন।

যে কোনও সময় যে কোনও মুহূর্তে দু জনের পাশে থেকেছেন সবসময়। হিলি ইউপি ওয়ারিয়র্সে খেলার সময় স্টার্কও তাঁকে উৎসাহিত করতে পৌঁছে যেতেন স্টেডিয়ামে।

যে কোনও সময় যে কোনও মুহূর্তে দু জনের পাশে থেকেছেন সবসময়। হিলি ইউপি ওয়ারিয়র্সে খেলার সময় স্টার্কও তাঁকে উৎসাহিত করতে পৌঁছে যেতেন স্টেডিয়ামে।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে স্টার্কের ৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেওয়ার দিন স্ট্যান্ডে ছিলেন হিলি। নিজের শেষ ওভারে মিচেল স্টার্ক যখন আগুনে বোলিং করছেন, তখন টিভি ক্যামেরা বাববার খুঁজছিল তাঁর স্ত্রী অ্যালিসাকে।

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে স্টার্কের ৩৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেওয়ার দিন স্ট্যান্ডে ছিলেন হিলি। নিজের শেষ ওভারে মিচেল স্টার্ক যখন আগুনে বোলিং করছেন, তখন টিভি ক্যামেরা বাববার খুঁজছিল তাঁর স্ত্রী অ্যালিসাকে।

স্টার্কের লেডি লাক কলকাতার জন্যও কতটা উপকারী হয় তা দেখার। তবে দু জনের রসায়ণ কিন্তু সোশ্য়াল মিডিয়ায় তাঁদের ভক্তরাও বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন।

স্টার্কের লেডি লাক কলকাতার জন্যও কতটা উপকারী হয় তা দেখার। তবে দু জনের রসায়ণ কিন্তু সোশ্য়াল মিডিয়ায় তাঁদের ভক্তরাও বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন।

সবচেয়ে মজার বিষয় হল একটা সময় কেরিয়ারের শুরুর দিকে স্টার্ক নিজেও উইকেট কিপিং করতেন হিলির সঙ্গে। হিলি মহিলা ক্রিকেটের সেরা উইকেট কিপার ব্যাটার এখন। অন্য়তম স্টার্ক বিশ্ব ক্রিকেটে অন্য়তম সেরা পেসার।

সবচেয়ে মজার বিষয় হল একটা সময় কেরিয়ারের শুরুর দিকে স্টার্ক নিজেও উইকেট কিপিং করতেন হিলির সঙ্গে। হিলি মহিলা ক্রিকেটের সেরা উইকেট কিপার ব্যাটার এখন। অন্য়তম স্টার্ক বিশ্ব ক্রিকেটে অন্য়তম সেরা পেসার।

Published at : 08 May 2024 11:56 AM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন