IPL 2024 not only for animated conversation with KL Rahul Sanjiv Goenka criticized for behaviour with MS Dhoni and Gautam Gambhir see in pics

শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। খেলা প্রেমী মানুষ হিসাবেই পরিচিত। দুটি দলের মালিক তিনি। ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট। ক্রিকেটে লখনউ সুপার জায়ান্টস।

তবে শিল্পপতি গোয়েঙ্কার আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। বুধবার লখনউ সুপার জায়ান্টসের পরাজয়ের পর অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায় তাঁকে। জাতীয় দলের প্রতিনিধিত্ব করা কোনও ক্রিকেটারের সঙ্গে তিনি এভাবে কথা বলতে পারেন কি না, তা নিয়ে তুঙ্গে চর্চা। তীব্র ভর্ৎসনা করা হচ্ছে সঞ্জীবকে।

তবে শিল্পপতি গোয়েঙ্কার আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। বুধবার লখনউ সুপার জায়ান্টসের পরাজয়ের পর অধিনায়ক কে এল রাহুলের সঙ্গে উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায় তাঁকে। জাতীয় দলের প্রতিনিধিত্ব করা কোনও ক্রিকেটারের সঙ্গে তিনি এভাবে কথা বলতে পারেন কি না, তা নিয়ে তুঙ্গে চর্চা। তীব্র ভর্ৎসনা করা হচ্ছে সঞ্জীবকে।

ঠিক কী হয়েছিল? ম্যাচ তখন সবে শেষ হয়েছে। বিষণ্ণ মুখ করে দাঁড়িয়ে রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। যিনি অধিনায়ক হিসাবে সানরাইজার্স হায়দরাবাদের (SRH vs LSG) কাছে ১০ উইকেটে পরাজয় হজম করেছেন। তাঁকে কোথায় সান্ত্বনা দেবেন, লখনউ সুপার জায়ান্টসের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjeev Goenka) দেখা গেল রাহুলের পাশে। হাত পা নাড়িয়ে প্রবল উত্তেজিতভাবে কথা বলছেন।

ঠিক কী হয়েছিল? ম্যাচ তখন সবে শেষ হয়েছে। বিষণ্ণ মুখ করে দাঁড়িয়ে রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। যিনি অধিনায়ক হিসাবে সানরাইজার্স হায়দরাবাদের (SRH vs LSG) কাছে ১০ উইকেটে পরাজয় হজম করেছেন। তাঁকে কোথায় সান্ত্বনা দেবেন, লখনউ সুপার জায়ান্টসের অন্যতম মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে (Sanjeev Goenka) দেখা গেল রাহুলের পাশে। হাত পা নাড়িয়ে প্রবল উত্তেজিতভাবে কথা বলছেন।

রাহুল তাঁকে কিছু একটা বলার চেষ্টা করছেন। কিন্তু শোনার মেজাজেই নেই শিল্পপতি গোয়েঙ্কা। কার্যত তুলোধনা করার মেজাজে কথা বলে চলেছেন। দূর থেকে দেখে মনে হচ্ছে, সুর ও মেজাজ - দুই-ই সপ্তমে।

রাহুল তাঁকে কিছু একটা বলার চেষ্টা করছেন। কিন্তু শোনার মেজাজেই নেই শিল্পপতি গোয়েঙ্কা। কার্যত তুলোধনা করার মেজাজে কথা বলে চলেছেন। দূর থেকে দেখে মনে হচ্ছে, সুর ও মেজাজ – দুই-ই সপ্তমে।

বুধবার হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের পর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রচুর মানুষ শেয়ার করছেন। সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে ছিছিক্কার পড়ে গিয়েছে। লেখালিখি হচ্ছে, দলের মালিক কি এইভাবে কথা বলতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোনও তারকার সঙ্গে!

বুধবার হায়দরাবাদের রাজীব গাঁধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস ম্যাচের পর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রচুর মানুষ শেয়ার করছেন। সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে ছিছিক্কার পড়ে গিয়েছে। লেখালিখি হচ্ছে, দলের মালিক কি এইভাবে কথা বলতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা কোনও তারকার সঙ্গে!

তবে সঞ্জীব গোয়েঙ্কার টিমমালিক হিসাবে আচরণ নিয়ে আগেও বারবার প্রশ্ন উঠেছে। কখনও কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন, তো কখনও গৌতম গম্ভীরের সঙ্গে। বারবার বিতর্কে জড়িয়েছেন।

তবে সঞ্জীব গোয়েঙ্কার টিমমালিক হিসাবে আচরণ নিয়ে আগেও বারবার প্রশ্ন উঠেছে। কখনও কিংবদন্তি মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন, তো কখনও গৌতম গম্ভীরের সঙ্গে। বারবার বিতর্কে জড়িয়েছেন।

সাল ২০১৬। স্পট ফিক্সিং কাণ্ডে জড়ানোর অভিযোগে দু'বছরের জন্য নির্বাসিত চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ২ বছরের জন্য আইপিএলে দল কেনেন সঞ্জীব গোয়েঙ্কা। রাইজিং পুণে সুপার জায়ান্টস দলে মহা সমারোহে অধিনায়ক করে নিয়ে এসেছিলেন ধোনিকে। তবে ক্যাপ্টেন কুলের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল সঞ্জীবের বিরুদ্ধে। দলের পারফরম্যান্সে খুশি ছিলেন না বলে ধোনিকে সরিয়ে দেন সঞ্জীব, এমনই শোনা গিয়েছিল। ধোনির মতো অধিনায়ককে সরিয়ে দেওয়া যেতে পারে, কেউ বিশ্বাসই করতে পারেননি।

সাল ২০১৬। স্পট ফিক্সিং কাণ্ডে জড়ানোর অভিযোগে দু’বছরের জন্য নির্বাসিত চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ২ বছরের জন্য আইপিএলে দল কেনেন সঞ্জীব গোয়েঙ্কা। রাইজিং পুণে সুপার জায়ান্টস দলে মহা সমারোহে অধিনায়ক করে নিয়ে এসেছিলেন ধোনিকে। তবে ক্যাপ্টেন কুলের ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিল সঞ্জীবের বিরুদ্ধে। দলের পারফরম্যান্সে খুশি ছিলেন না বলে ধোনিকে সরিয়ে দেন সঞ্জীব, এমনই শোনা গিয়েছিল। ধোনির মতো অধিনায়ককে সরিয়ে দেওয়া যেতে পারে, কেউ বিশ্বাসই করতে পারেননি।

পরে লখনউ সুপার জায়ান্টস দল কেনেন তিনি। সেই দলে অধিনায়ক করা হয় কে এল রাহুলকে। দলের মেন্টর হিসাবে নিযুক্ত করা হয় গৌতম গম্ভীরকে।

পরে লখনউ সুপার জায়ান্টস দল কেনেন তিনি। সেই দলে অধিনায়ক করা হয় কে এল রাহুলকে। দলের মেন্টর হিসাবে নিযুক্ত করা হয় গৌতম গম্ভীরকে।

যদিও শোনা যায় গম্ভীরের সঙ্গে বনিবনা হয়নি সঞ্জীব গোয়েঙ্কার। দলে মালিকের অতিরিক্ত হস্তক্ষেপ পছন্দ করতেন না গম্ভীর। আর তা নিয়েই নাকি মনোমালিন্যের সূত্রপাত। শোনা যায়, গম্ভীরের লখনউ ছেড়ে কেকেআরে যোগ দেওয়ার নেপথ্যেও অন্যতম কারণ সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তাঁক ঝামেলা।

যদিও শোনা যায় গম্ভীরের সঙ্গে বনিবনা হয়নি সঞ্জীব গোয়েঙ্কার। দলে মালিকের অতিরিক্ত হস্তক্ষেপ পছন্দ করতেন না গম্ভীর। আর তা নিয়েই নাকি মনোমালিন্যের সূত্রপাত। শোনা যায়, গম্ভীরের লখনউ ছেড়ে কেকেআরে যোগ দেওয়ার নেপথ্যেও অন্যতম কারণ সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে তাঁক ঝামেলা।

বুধবারের ঘটনার পর ধিক্কৃত হচ্ছেন শিল্পপতি গোয়েঙ্কা। তাঁকে কাঠগড়ায় তুলছেন ক্রিকেটপ্রেমীরা। প্রশ্ন উঠছে, ধোনি-গম্ভীরের মতো রাহুলেরও কি দল ছেড়ে সরে দাঁড়ানো উচিত? ছবি - পিটিআই, এক্স হ্যান্ডল

বুধবারের ঘটনার পর ধিক্কৃত হচ্ছেন শিল্পপতি গোয়েঙ্কা। তাঁকে কাঠগড়ায় তুলছেন ক্রিকেটপ্রেমীরা। প্রশ্ন উঠছে, ধোনি-গম্ভীরের মতো রাহুলেরও কি দল ছেড়ে সরে দাঁড়ানো উচিত? ছবি – পিটিআই, এক্স হ্যান্ডল

Published at : 09 May 2024 04:53 PM (IST)

আরও জানুন আইপিএল

আরও দেখুন