TeT Recruitment: টেটের শূন্যপদ নিয়ে প্রাক্তন বিচারপতি গাঙ্গুলির নির্দেশ নাকচ, এল সুপ্রিম নির্দেশ

এবার টেটের নিয়োগ নিয়ে নতুন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আসলে ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সব মিলিয়ে ৩৯২৯টি শূন্যপদ নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল। এবার তা নিয়ে নয়া রায় দিল সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছে, ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওই পদগুলি যোগ করে দেওয়া হবে। 

এদিকে এর আগে তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। তাঁর এজলাসে উঠেছিল মামলাটি। তিনি সেই সময় নির্দেশ দিয়েছিলেন মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হোক। কিন্তু হাইকোর্টের সেই আগের নির্দেশ শেষ পর্যন্ত মান্যতা পেল না সুপ্রিম কোর্টে। দেখা গেল নতুন রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়েছে ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে এই ৩৯২৯টি পদ যুক্ত করে দেওয়া হবে। 

হাইকোর্টের তৎকালীন ডিভিশন বেঞ্চের তরফে বলা হয়েছিল২০১৪ সালের টেট উত্তীর্ণরাই ওই পদের দাবিদার। সেকারণে ২০১৭ সালের টেট উত্তীর্ণরা এই সুযোগ পাবেন না। কারণ টেট উত্তীর্ণরা দাবি করেছিলেন যে শুধু ২০১৪ সালের নয়, ২০১৭ সালের টেট উত্তীর্ণদেরও এক্ষেত্রে সুযোগ দেওয়া দরকার। পরে সেই মামলা যায় সুপ্রিম কোর্টে। 

বৃহস্পতিবার সেই মামলার বিচারপতি হৃষীকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ জানিয়েছে ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে এই ৩৯২৯টি পদ যুক্ত করে দেওয়া হবে। সেই সময় টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। এদিকে এর আগে এসএসসি মামলাতেও বড় রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট তাতে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।