Sourav Ganguly Predicts India Will Beat Australia 4-0 In Border-Gavaskar Trophy

কলকাতা: বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে ভারতীয় দল। প্রথম দুই টেস্টের কোনোটিই তিনদিনও পৌঁছয়নি। মূলত অস্ট্রেলিয়ান ব্যাটাররাই তাঁদের পারফরম্যান্সের জন্য প্রবলভাবে সমালোচিত হয়েছেন। বাকি দুই টেস্টে অজি দল কেমন পারফর্ম করবে, সেইদিকেই তাকিয়ে দলের সমর্থকরা। তবে অস্ট্রেলিয়ার সিরিজে ফিরে আসার বিন্দুমাত্র সম্ভাবনা দেখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ১ মার্চ থেকে ইনদওরে তৃতীয় টেস্ট শুরুর আগেই এক বড় ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক।

সৌরভের ভবিষ্যদ্বাণী

সৌরভ মনে করছেন ভারতীয় পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সিরিজে ফেরার কোনও সম্ভাবনা তো নেই, বরং সিরিজের বাকি দুই টেস্টেও ভারতই জিতবে। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমার মনে হচ্ছে (সিরিজ) ৪-০ হবে। অস্ট্রেলিয়ার পক্ষে ভারতকে হারানো অত্যন্ত কঠিন হবে। এই পরিস্থিতিতে আমরা অন্য যে কোনও দলের থেকে অনেক বেশি শক্তিশালী।’

আশাবাদী নন চ্যাপেলও

প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা গ্রেগ চ্যাপেলও (Greg Chappell) কিন্তু অজি দলকে নিয়ে খুব একটা আশাবাদী নন। তিনি অজি দলের পারফরম্যান্সের কড়া সমালোচনা করে বলেন, ‘ম্যাচের প্রথম বল গড়ানোর আগেই অস্ট্রেলিয়ানরা হেরে বসেছিল। পরিকল্পনা তৈরি করা নিয়ে কোনও সমস্যা নেই, তবে সম্পূর্ণ ভুল আঙ্গিকে পরিকল্পনা তৈরি করার কোনও মানে হয় না।’

সেরার দৌড়ে রিচা

সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় দলের (Team India)। অস্ট্রেলিয়ার কাছে ৫ রানে হেরে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ চার থেকেই বিদায় নিয়েছে ভারত। তবে টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার জন্য একটি সান্ত্বনাও রইল।

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য যে প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে, তাতে জায়গা করে নিয়েছেন রিচা ঘোষ। বড় কৃতিত্ব অর্জন করলেন রিচা ঘোষ। যে কৃতিত্ব স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌররাও পাননি, সেই স্বীকৃতিই পেয়েছেন বঙ্গকন্যা। ভারত বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ছিটকে গেলেও, বাংলার উইকেটরক্ষক-ব্যাটার দুরন্ত পারফরম্যান্স করে নজর কাড়েন। আর তার সুফলও পেলেন রিচা।

হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা, শেফালি বর্মা বা জেমাইমা রড্রিগেজরা পারেননি। ভারতের মুখ রক্ষা করেছেন রিচাই। বিশ্বকাপের ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হওয়ার দৌড়ে যে ৯ জন প্লেয়ার রয়েছেন, তাতে জায়গা পেয়েছেন ভারতীয় দলের কনিষ্ঠতম সদস্য। বিশ্বকাপে রিচার পারফরম্যান্সই ভারতীয়দের মধ্যে সব থেকে ভালো। পাঁচটি ম্যাচ খেলে রিচা আউট হয়েছেন দু’বার। ১৩০-এর বেশি স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন। ৬৮ গড়ে করেছেন মোট ১৬৮ রান। শুধু ব্যাট হাতেই নয়। উইকেটের পিছনে দাঁড়িয়েও রিচা দুরন্ত ছন্দে ছিলেন। দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর আগ্রাসী ইনিংসের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা।    

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে শার্দুল, ভাইরাল তারকা ক্রিকেটারের গানের ভিডিও