Dilip Ghosh slams Suvendu Adhikari: ‘দম লাগে’, BJP-তে অব্যাহত ‘মর্নিংওয়াক’ তরজা, এবার শুভেন্দুকে পালটা খোঁচা দিলীপের

বঙ্গ বিজেপির শীর্ষ পর্যায়ে দ্বন্দ্ব অব্যাহত। দিলীপ ঘোষকে মর্নিং ওয়াক নিয়ে খোঁচা দিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর এবার মর্নিং ওয়াকের রেশ ধরেই শুভেন্দু অধিকারীকে পালটা খোঁচা দিলেন দিলীপ ঘোষ। এই আবহে বিজেপির অভ্যন্তরীণ ঝামেলা প্রকাশ্যে চলে আসছে। এর আগে কলকাতায় হাজরার সভা থেকে শুভেন্দু বলেছিলেন, ‘আমি মর্নিং ওয়াক করতে গিয়ে মিডিয়াকে বাইট দিয়ে বেড়াই না।’ আর এর জবাবে এবার বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বললেন, ‘সকালে উঠতে একটু দম লাগে।’

উল্লেখ্য, শুভেন্দুর ‘ডিসেম্বর হুঙ্কার’ নিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, ‘কী ফয়সালা হবে জানি না। তাই আদালতের উপরে ভিত্তি করে কিছু বলা যায় না। রাজনীতিতে এই তারিখের কোনও গুরুত্ব নেই।’ এর আগে শুভেন্দু ১২, ১৪, ২১ ডিসেম্বরের উল্লেখ করে জল্পনা উস্কে দিয়েছিলেন বঙ্গ রাজনীতিতে। এই আবহে দিলীপের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ ছিল। এবং তা যে শুভেন্দু ভালো ভাবে নেননি, তা স্পষ্ট হয়ে যায় হাজরার সভা থেকেই।

মমতার গড়ে দাঁড়িয়ে নিজেরই দলের নেতা দিলীপকে উদ্দেশ্য করে শুভেন্দু বলেছিলেন, ‘আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, গিমিকে বিশ্বাস করি না। আমি মর্নিং ওয়াক করতে গিয়ে মিডিয়াকে বাইট দিয়ে বেড়াই না। আমি দায়িত্ব নিয়ে কথা বলি।’ আর এবার এর জবাবে দিলীপ পালটা বললেন, ‘আমাকে দেখে প্রেরণা পেয়ে অনেকে এখন মর্নিং ওয়াক করছেন। ভাল কথা, শরীর ভালো থাকে। আর সকালে ওঠার জন্য দম চাই একটু। কে কার সম্বন্ধে কেন বলেছেন আমার জানা নেই, আমার কিছু বলারও নেই।’ দিলীপ আরও বলেন, ‘কে ব্যক্তিগত ভাবে কী বলছেন, কী করছেন তাতে কিছু যায় আসে না। দেশের রাজনীতি, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ আর রাজ্যের রাজনীতি নিয়ে আমাদের চিন্তা। নানা রকম মত থাকতে পারে। কারও মত নিয়ে আমার কিছু বলার নেই।’