S‌isir Adhikari: ‘‌শুভেন্দু বাংলার মানুষকে আলো দেখাচ্ছে’‌, কাঁথিতে ছেলের প্রশংসায় বাবা শিশির

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে পদ্মের গায়ে হেলে পড়েছেন শিশির এবং তাঁর বাকি ছেলেরা। যদিও বাবা শিশির এবং ছেলে দিব্যেন্দু বারবার দাবি করে এসেছেন এখনও তাঁরা তৃণমূল কংগ্রেসের সাংসদ। অর্থাৎ তৃণমূল কংগ্রেসেই আছেন। যদিও একুশের নির্বাচনের আগে শিশির অধিকারীকে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মঞ্চে দেখা গিয়েছিল। তবে আজ বৃহস্পতিবার এক সরস্বতী পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে সরাসরি ছেলে শুভেন্দু অধিকারীর হয়েই সওয়াল করলেন। এমনকী নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রামচন্দ্রের সঙ্গে তুলনা করে কাঁথি পুলিশকে আক্রমণ করলেন তিনি।

ঠিক কী বলেছেন কাঁথির সাংসদ?‌ এখন তিনি বুঝতে পেরেছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে টিকিট দেবে না। ইতিমধ্যেই তাঁর সাংসদ পদ খারিজের জন্য লোকসভার স্পিকারকে চিঠি দেওয়া হয়েছে। তাই এদিন বর্ষীয়ান সাংসদ বলেন, ‘‌লন্ডন থেকে আমাকে সকালে ফোন করছে, কলকাতার একটি জনপ্রিয় পেপারে কাঁথির ইতিহাস বেরিয়েছে। বুকটা ফেটে যায়। পবিত্র কাঁথি। কাঁথি শুভেন্দুকে জন্ম দিয়েছে। এখান থেকে গিয়ে বাংলার মানুষকে আলো দেখাচ্ছেন। সর্বস্ব দিয়ে সকলকে গণতন্ত্র দেওয়ার চেষ্টা করছে।’‌

রামচন্দ্র কাকে বললেন শিশির?‌ এখন নানা দুর্নীতি সামনে আসায় শুভেন্দু–সৌমেন্দুর বিরুদ্ধে মামলা হয়েছে। আর তাতে ক্ষেপে লাল শিশির অধিকারী। পুলিশ এখন তাঁর দুই ছেলে শুভেন্দু–সৌমেন্দু–সহ প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও মামলা করছে বলে অভিযোগ তোলেন শিশির অধিকারী। তারপর সরাসরি নাম না করে নরেন্দ্র মোদীকে রামচন্দ্রের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ‘‌রামচন্দ্র এখন রাষ্ট্রনেতা হয়েছেন। শুভেন্দু অধিকারীর নামে যদি ২৮টি মামলা হয়, সৌমেন্দু অধিকারীর নামে ১০টি মামলা হয়, তাহলে রামের নামে ৪টি মামলা হয়।’‌ অর্থাৎ তিনি এবার সরাসরি গেরুয়া শিবিরে ভিড়ছেন সেই বার্তাই দিয়ে দিলেন বলে মনে করছেন।

আর পুলিশকে উদ্দেশ্য করে কী বলছেন?‌ এদিন সরাসরি কাঁথি থানার পুলিশকে আক্রমণ করেছেন বর্ষীয়ান সাংসদ। তিনি বলেন, ‘‌গত দেড় বছর ধরে কাঁথি শহরে পুলিশকে স্যালুট করে চলতে হচ্ছে। পুলিশের বড়বাবুটা ভাল কাজ করছেন। কেউ কোথাও অন্য পার্টি করলে তাঁকে ডেকে পাঠাচ্ছেন। হাজিরা দিতে হচ্ছে। পয়সার তো একেবারে বন্যা বইছে। কত টাকা ঘুষ নিয়েছেন? এরকম জিনিস কোথাও শুনিনি আগে কখনও। কিছু মানুষ টাকা দিচ্ছেন।’‌