Indian Cricket Star Axar Patel Ties The Knot With Meha Patel

বঢোদরা: সদ্যই সাতপাকে বাঁধা পড়েছেন ভারতের তারকা ক্রিকেটার কেএল রাহুল। তারপর সপ্তাহখানেকও কাটেনি। বৃহস্পতিবার ২৬ জানুয়ারি আরও এক ভারতীয় তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। তিনি আর কেউ নন, ভারতের তারকা অলরাউন্ডার অক্ষর পটেল। গুজরাতেই মিহা পটেলের সঙ্গে সাতপাকে বাঁধা করলেন অক্ষর।

অক্ষরের বিয়ে

সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে অক্ষরকে শেরওয়ানি পরে বলিউড গানের ছন্দে নাচতেও দেখা গিয়েছে। ভারতের তারকা অলরাউন্ডারের বিয়েতে মহম্মদ কাইফ, জয়দেব উনাদকাটরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আজ থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে অক্ষর ভারতীয় দলে নেই। এই সিরিজের জন্যই মূলত ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের অক্ষরের বিয়েতে দেখা যায়নি।

 

সাজঘরে ধোনি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারতীয় দল (Ind vs NZ) পৌঁছে গিয়েছে রাঁচিতে। ওয়ান ডে সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে দেওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও হট ফেভারিট ভারত। টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। নতুন সিরিজে নয়া উদ্যমে শুরু করতে মরিয়া ভারতীয় দল। প্রথম ম্যাচ শুক্রবার, রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার মাঠে।

যে ম্যাচের জন্য বৃহস্পতিবার জোরকদমে প্রস্তুতি সারলেন ভারতীয় ক্রিকেটারেরা। আর তার মাঝেই ভারতের প্র্যাক্টিসের সময় হাজির হয়ে গেলেন এক কিংবদন্তি। যাঁকে দেখে খুশিতে ডগমগ হার্দিক পাণ্ড্য, ঈশান কিষাণ বা বাংলার মুকেশ কুমাররা। হাতে ডাব। পিঠে রুকস্যাক। পরনে নীল জংলা ছাপ জার্সি। নতুন হেয়ারস্টাইল। ঠোঁটের কোণায় ঝকঝকে হাসি।

তিনি, মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni)। ভারতের হয়ে জোড়া বিশ্বকাপ ও একটি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু ভারতীয় ড্রেসিংরুম এখনও আগের মতোই উদ্বেলিত হয় ধোনিকে দেখে। আপাতত রাঁচিতেই আইপিএলের জন্য প্রস্তুতি সারছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও আইপিএল খেলছেন ক্যাপ্টেন কুল। এদিকে ভারতীয় দলও রয়েছে রাঁচিতে। যেখানে পা রেখেই ধোনির সঙ্গে দেখা করতে ছুটেছিলেন হার্দিক। তারপরই ভারতের প্র্যাক্টিসের ফাঁকে দেখা গেল ধোনিকে।

ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে হার্দিক বলেন, ‘দারুণ লাগছে। মাহি ভাই আছে শহরে। দেখা করার সুযোগ পাওয়া যায়। ক্রিকেটের জন্য এত ঘুরতে হয় যে, বেশি দেখা সাক্ষাতের সুযোগ হয় না। মাহি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম। এত ঠাসা ক্রীড়াসূচি যে এক হোটেল থেকে আরেক হোটেলেই সময় কেটে যাচ্ছে।’ 

আরও পড়ুন: নতুন বলে চমক হার্দিক, বাংলার পেসার মুকেশকেও কাজে লাগাতে চান