চাল – ডাল নেই, ৩ দিন হাঁড়ি চড়ে না অঙ্গনওয়াড়িতে, খালি পেটে বাড়ি ফিরছে শিশুরা

ফুরিয়ে গিয়েছে চাল – ডাল। তাই তিন দিন ধরে বন্ধ অঙ্গনওয়াড়ির হেঁশেল। যার ফলে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হচ্ছেন শিশু ও প্রসূতিরা। শনিবার এই নিয়ে বিক্ষোভ ছড়ায় পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর পারুলিয়া শিবতলা এলাকার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। রসদ না থাকায় রান্না বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সহায়িকাও।

পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ২০ জন শিশুসহ প্রায় ৩০ জনের পাত পড়ে। কিন্তু রসদ না থাকায় বুধবারের পর থেকে তালা ঝুলছে হেঁসেলে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকা সুকুমারী সরকার জানিয়েছেন, চাল – ডাল নেই। তাই রান্না হচ্ছে না। বিষয়টি ব্লককে জানিয়েছি। কিন্তু কবে চাল – ডাল আসবে আর কবে থেকে রান্না হবে তা জানি না।

পর পর তিন দিন খাবার না পেয়ে ক্ষোভ ছড়িয়েছে অভিভাবকদের মধ্যে। এক অভিভাবক বলেন, ব্লক প্রশাসনকে সময় মতো জানানো হলেও তারা চাল – ডাল পাঠায়নি। তাদের উদাসীনতাতেই শিশু ও প্রসূতিদের না খেয়ে ফিরতে হচ্ছে।

এই ঘটনায় শাসকদলকে কটাক্ষ করেছেন প্রাক্তন বাম বিধায়ক প্রদীপ সাহা। তিনি বলেন, কেন্দ্রীয় দল আসায় দফতরের কর্মীরা সব হিসাব মিলাতে ব্যস্ত। তাদের এখন চাল ডাল পাঠানোর সময় নেই। সোমবারের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক তপন চট্টোপাধ্যায়।