আদানি ইস্যু নিয়ে একটা শব্দও খরচ না করায় নরেন্দ্র মোদীকে দুষলেন রাহুল গান্ধী। তিনি দাবি করলেন, বিরোধীরা এতদিন ধরে যে অভিযোগ করে আসছেন, সেটা লোকসভায় প্রধানমন্ত্রীর ভাষণের পর একেবারে স্পষ্ট হয়ে গেল। তারইমধ্যে সংসদের নিম্নকক্ষে প্রধানমন্ত্রীর ভাষণের সময় ‘মোদী, মোদী’ এবং ‘আদানি, আদানি’ স্লোগান নিয়ে রীতিমতো ‘যুদ্ধ’ চলল।
বুধবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় ৭৫ মিনিটের ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদী। যিনি ভাষণ শুরুর জন্য নিজের ছেড়ে উঠতেই ‘আমরা যৌথ সংসদীয় কমিটি’, ‘আমরা যৌথ সংসদীয় কমিটি’ স্লোগান উঠতে থাকে। উচ্চারিত হয় আদানি গ্রুপের নামও। তারইমধ্যে আবার ‘মোদী, মোদী’ স্লোগানে গমগম করতে থাকে সংসদের নিম্নকক্ষ। ‘ব্র্যান্ড মোদী’-র কতটা ক্ষমতা, তা বোঝাতে ‘মোদী, মোদী’ স্লোগান তোলেন বিজেপি সাংসদরা।
সেইসব সত্ত্বেও ৭৫ মিনিটের ভাষণে মোদীর মুখে একবারও উঠে আসেনি আদানির নাম। সেজন্য সংসদের বাইরে মোদীকে আক্রমণ শানিয়েছেন ওয়াইনাডের কংগ্রেস সাংসদ রাহুল। তিনি বলেন, ‘(প্রধানমন্ত্রীর ভাষণে) আমি সন্তুষ্ট নই। কিন্তু প্রধানমন্ত্রী ভাষণে সত্যিটা উঠে এসেছে। (আদানি ইস্যুতে) তদন্ত নিয়ে কোনও কথা বলেননি। যদি (আদানি) বন্ধু না হতেন, তাহলে তিনি (প্রধানমন্ত্রী) বলতেন যে তদন্ত করে দেখা হবে। তদন্ত নিয়ে কোনও কথা হয়নি। প্রতিরক্ষা ক্ষেত্রে শেল কোম্পানি আছে, হিসাব-বহির্ভূত অর্থের লেনদেন হচ্ছে। এটা পরিষ্কার যে ওঁনাকে (গৌতম আদানি) রক্ষা করছেন প্রধানমন্ত্রী।’
আরও পড়ুন: Modi on Harvard Case Study: ‘হার্ভার্ডে গবেষণা হোক কংগ্রেসের উত্থান ও পতন… ‘, নিশানায় রাহুল, ইয়র্কার মোদীর
কংগ্রেসের প্রাক্তন সভাপতি আরও বলেন, ‘আমি বলছি যে এটা (আদানি ইস্যু) জাতীয় সুরক্ষার বিষয়। ভারতের পরিকাঠামোর বিষয়। প্রধানমন্ত্রী তো বলে দেওয়া উচিত ছিল যে আমরা তদন্ত করে দেখব। খতিয়ে দেখব যে কী আছে। নিশ্চিতভাবে উনি (প্রধানমন্ত্রী) রক্ষা করার চেষ্টা করছেন। ঠিক আছে, আমি বুঝতে পারছি যে (কেন মোদী সেটা করছেন)।’
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)