এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের ‘ডক্টরেট’ উপাধি ব্যবহারের সাময়িক নিষেধাজ্ঞা জারি করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলার যতদিন নিস্পত্তি না হচ্ছে, তত দিন ওই উপাধি তিনি ব্যবহার করতে পারবেন না বলে শুক্রবার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এদিনই উত্তরপত্রে কারচুপি করে চাকরি পাওয়া ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর সুপারিশপত্র বাতিল করার জন্য এসএসসিকে নির্দেশ দেন বিচারপতি। সেই নির্দেশ মতো নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে ওই চাকরি প্রার্থীদের সুপারিশ প্রত্যাহার করে নেয় এসএসসি।
এই মামলায় সুবীরেশ ভট্টাচার্যকেও জুড়তে নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি জানতে চান, কার নির্দেশে এত বেআইনি নিয়োগ হয়েছে? তাঁদের নাম তদানীন্তন চেয়ারম্যান সুবীরেশকে প্রকাশ্যে আনতে বলেন। জেলবন্দি সুবীরেশকে জুড়তে কমিশনকে শুক্রবার পর্যন্ত সময় দিয়েছেন বিচারপতি। বিচারপতি গঙ্গোপাধ্যারে নির্দেশ, আপাতত নিজের কোনও শিক্ষাগত যোগ্যতা ব্যবহার করতে পারবেন না সুবীরেশ। কেন্দ্রীয় বাহিনী তাঁর পরিবারকে নিরাপত্তা দেওয়ার কথাও বলেন বিচারপতি।
প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত ১৯ সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাতার্যকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই জিজ্ঞাসাবাদ করে। সেই সময়ই তাঁকে গ্রেফতার হয়। নিয়োগ মামলা চলাকালীন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, এসএসসির চেয়ারম্যান থাকাকালীন সুবীরেশের নির্দেশেই কিছু নির্দিষ্ট পরীক্ষার্থীর মার্কশিটের নম্বর বদল করা হয়েছিল।