IND Vs AUS 1st Test: Indian Captain Rohit Sharma Creates New Record With Terrific To

নাগপুর: দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে শতরান হাঁকালেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), আর শতরান হাঁকিয়েই গড়ে ফেললেন অনন্য নজির। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs AUS 1st Test) নাগপুরের চ্যালেঞ্জিং পিচে শতরান হাঁকান রোহিত। এটি ভারতীয় অধিনায়কের টেস্ট কেরিয়ারের নবম শতরান। তবে অধিনায়ক হিসাবেই এটিই তাঁর প্রথম টেস্ট শতরান।

অনন্য নজির

রোহিতই প্রথম ভারতীয় অধিনায়ক যিনি টেস্ট, টি-টোয়েন্টি এবং ওয়ান ডে, তিন ফর্ম্যাটেই ভারতের হয়ে শতরান করলেন। চলতি টেস্টে দুরন্ত বোলিং করা টড মার্ফির বিরুদ্ধে চার মেরেই শতরানের গণ্ডি পার করলেন ভারতের তারকা ওপেনার তথা অধিনায়ক। গত বছরটা ব্যাটার রোহিতের জন্য একেবারেই ভাল কাটেনি। কোনও শতরান হাঁকাতে পারেননি রোহিত। তবে নতুন বছরে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় অধিনায়ক। এবার কাঙ্খিত শতরানও করে ফেললেন রোহিত। 

নাগপুরের পিচে যেখানে সিংহভাগ ব্যাটাররাই রান করতে বেশ চাপে পড়ছেন, সেখানে এই শতরানে ফের একবার রোহিত ব্যাটার হিসাবে নিজের দক্ষতা প্রমাণ করলেন। রোহিতের ব্যাটে ভর করেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড নিতে সক্ষ হল। অবশ্য রোহিত শতরান করলেও, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিরা কিন্তু বড় রান করতে সম্পূর্ণ ব্যর্থ হন। পূজারা সাত ও কোহলি মাত্র ১২ রানে সাজঘরে ফেরেন। নাইট ওয়াচ ম্যান হিসাবে মাঠে নামা আর অশ্বিনও ২৩ রানের বেশি করতে পারেননি। এই ম্যাচেই টেস্ট অভিষেক ঘটানো সূর্যকুমার যাদবও আট রানের বেশি করতে পারেননি।

 

ত্রাতা রোহিত

পরপর তিন উইকেট হারিয়ে ভারতীয় দল খানিকটা চাপেই পড়ে গিয়েছিল বটে। তবে সেখান থেকে দলকে টানছেন রোহিত। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা।প্রতিবেদনটি লেখার সময় ৬৫ ওভার শেষে ভারতের স্কোর ১৮৭/৫। রোহিত ১০২ ও জাডেজা ১১ রানে ব্যাট করছেন। ষষ্ঠ উইকেটে দুইজনে মিলে ইতিমধ্যেই ২৯ রান যোগ করে ফেলেছেন। ভারতের বড় রান করার জন্য এই পার্টনারশিপের দীর্ঘক্ষণ ক্রিজে থাকা ভীষণই জরুরি।

আরও পড়ুন: অনবদ্য শতরান রোহিতের, প্রথম ইনিংসে লিড নিল ভারত