আজকের নির্বাচিত বই 

বইমেলার ছুটির বিকাল মানে পাঠক-দর্শনার্থীর উপচে পড়া ভিড়। শনিবার (১১ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলা-২০২৩-এর ১১তম দিন ও মেলার চতুর্থ ছুটির দিনে বইমেলায় ছিল ছুটির দিনের নিয়মিত চিত্র।

মেলায় আসা পাঠক-দর্শনার্থীদের ভিড়ে মেলা ছিল উৎসবের আমেজে।

এদিন মেলায় নতুন বই এসেছে ১৯১টি। এর মধ্যে গল্প ২১, উপন্যাস ৩২, প্রবন্ধ ৯, কবিতা ৫১, গবেষণা ৩, ছড়া ৬, শিশুসাহিত্য ৯, জীবনী ৪, রচনাবলি ২, মুক্তিযুদ্ধ ২, নাটক ১, বিজ্ঞান ৫, ভ্রমণ ২, ইতিহাস ৬, রাজনীতি ২, চিকিৎসা ৪, বঙ্গবন্ধু ৩, রম্য ২, ধর্মীয় ১, সায়েন্স ফিকশন ৬ ও অন্যান্য ২০টি।

বইমেলায় প্রকাশিত বইয়ের ওপর বাংলা ট্রিবিউনের নিয়মিত আয়োজনে থাকছে আজকের নির্বাচিত বই।

ব্যাচেলরস বাটন, লেখক: রুবাইদা গুলশান, প্রকাশক: সরলরেখা প্রকাশনা সংস্থা, প্রচ্ছদ: নাসিম আহমেদ, মূল্য: ৩০০ টাকা।

আজকের নির্বাচিত বই 

বাংলার রাজনৈতিক ইতিহাস, লেখক: আসাদুজ্জামান আসাদ, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রচ্ছদ : সমর মজুমদার, মূল্য: ৬৭৫ টাকা।

আজকের নির্বাচিত বই 

পথে নেমে পথ খোঁজা, লেখক: মঞ্জু সরকার, প্রকাশক: আগামী প্রকাশনী, প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য, মূল্য: ৩২৫ টাকা।

আজকের নির্বাচিত বই 

কাচের ঘর, লেখক: কানিজ ফাতেমা, প্রকাশক: অন্যপ্রকাশ, প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর, মূল্য: ৭০০ টাকা।

আজকের নির্বাচিত বই 

ঢেউ দোলানো নদীর মায়া, লেখক: জিয়া হক, প্রকাশক: সরলরেখা প্রকাশনা সংস্থা, প্রচ্ছদ: হাশেম খান, মূল্য: ২৬৮ টাকা।

 

আজকের নির্বাচিত বই 

মায়াবী সন্ধ্যায় চিরদিন, লেখক: আসিফ মামুন, প্রকাশক: সরলরেখা, প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর, মূল্য: ২৬৮ টাকা।

 

আজকের নির্বাচিত বই 

উড়াল পাখি, লেখক: হালিমা মুক্তা, প্রকাশক: পাপড়ি, প্রচ্ছদ: ইব্রাহিম নাজ, মূল্য:২৪০