CERVAVAC in market from Feb: ফেব্রুয়ারিতেই আসছে সার্ভিকাল ক্যানসারের টিকা, দামও নাকি সাধারণের সাধ্যের মধ্যে

এই মাস থেকেই বাজারে চলে আসবে সার্ভিকাল ক্যানসার সারাতে সিরাম সংস্থার তৈরি বিশেষ টিকা।এই প্রথম ক্যানসার মোকাবিলায় ভারতের নিজস্ব টিকা তৈরি করল সিরাম সংস্থা। ২০০০ টাকায় দুই ডোজের এই ভায়াল বিভিন্ন টিকাকেন্দ্রে পাওয়া যাবে ফেব্রুয়ারি মাস থেকেই। ২৪ জানুয়ারি ভারতের প্রথম এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সিরাম ইনস্টিটিউট ইন্ডিয়ার সিইও আদার পুনাওয়ালা। ওইদিন একইসঙ্গে টিকার উদ্বোধনে ছিলেন ডাইরেক্টর অফ গভর্নমেন্ট ও রেগুলেটরি অ্যাফেয়ার্সেরি প্রকাশকুমার সিং।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রকাশকুমার সিং কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রককে চিঠি লিখে জানায় বেসরকারি টীকাকেন্দ্রে এইচটিভি টিকার দাম ২০০০ টাকা ধার্য হয়েছে। বাজারে উপলব্ধ এইপিভি-এর অন্যান্য টিকার দাম এর তুলনায় যথেষ্ট বেশি। অর্থাৎ দামের দিকে বড় স্বস্তি। সার্ভাভ্যাক (CERVAVAC) নামের এই বিলেষ টিকার ভায়ালে থাকবে দুটি ডোজ।

সূত্র মারফত খবর, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, চিকিৎসক ও অন্যান্য টিকা প্রদানকারী সংস্থার সঙ্গে ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে সিরাম সংস্থার। ফলে এখন বাজারে টিকা আসা শূধু সময়ের অপেক্ষা। তাঁর চিঠিতে প্রকাশ সিং জানান, সরকারি স্বাস্থ্যকেন্দ্রের জন্য বেশ সস্তাতেই দেওয়া হবে এই টিকা। ফলে টিকা সংরক্ষণে বিশেষ সুবিধা পাচ্ছে স্বাস্থ্যমন্ত্রক।

বর্তমানে এইচপিভি টিকার জন্য পুরোপুরি বিদেশি সংস্থার উপরেই নির্ভর করতে হয় ভারতকে। তাদের তৈরি টিকার যথেষ্ট দামও রয়েছে ভারতীয় বাজারে। ফলে অনেকের পক্ষেই সে টিকা নেওয়া মুশকিল। সিরামের তৈরি টিকা সে তুলনায় অনেকটাই সস্তা হতে চলেছে খবর সূত্রের।

বর্তমানে বাজারে উপলব্ধ আমেরিকার বহুজাতিক সংস্থা মার্ক’স গার্ডাসিলের তৈরি টিকা। যার সিরিঞ্জভর্তি একটি ডোজেরই দাম ১০,৮৫০ টাকা।

জুনমাসে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের তরফে ৯ থেকে ১৪ বছর বয়সী মেয়েদের জন্য স্কুলে স্কুলে এইচপিভি টিকা দেওয়ার প্রকল্প শুরু হবে।জাতীয় টিকাকরণ কর্মসূচির অধীনে চলবে এই বিশেষ টিকাকরণ প্রকল্প। সেই মর্মে এপ্রিল মাসে মন্ত্রকের তরফে টেন্ডার আসতে পারে বাজারে। সারা বিশ্বের নিরিখে মোট মহিলা জনসংখ্যার ১৬ শতাংশ থাকে ভারতেই। এর এক চতুর্থাংশই সার্ভিক্যাল ক্যানসারে আক্রান্ত হন। বিশ্ব জুড়ে সার্ভিকাল ক্যানসারে মোট মৃত্যুর এক তৃতীয়াংশই ভারতে হয়। এই ক্যানসারের জন্য দায়ী হল এইপিভি ভাইরাস। সেই ভাইরাস মোকাবিলা করতেই এবার বাজারে এল ‘মেড ইন ইন্ডিয়া’ এইচপিভি টিকা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup