Narendra Modi: হীরাবেনের প্রয়াণে শোকার্ত ক্লাস টুয়ের খুদের চিঠি মোদীকে, উত্তরে প্রধানমন্ত্রীর পত্রে কোন বার্তা?

সদ্য মাতৃহারা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মা শতায়ু হীরাবেনের প্রয়াণে তিনি শোকস্তব্ধ হয়ে পড়েছিলেন স্বভাবতই। তবে তারই মধ্যে প্রধানমন্ত্রীর দায়িত্ব তিনি সামলে গিয়েছেন। এদিকে, এই প্রয়াণ সংবাদ টিভিতে দেখে বেঙ্গালুরুর এক দ্বিতীয় শ্রেণির পড়ুয়া চিঠি লেখে নরেন্দ্র মোদীকে। জানায় সমবেদনা। সেই চিঠির উত্তরও দিয়েছেন মোদী। আর এই দুই চিঠি আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

বেঙ্গালুরুর দ্বিতীয় শ্রেণির ছাত্র আয়ুষ শ্রীবাস্তব। ছোট্ট আয়ুষ চিঠি লিখেছে দেশের প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী মোদীর মাতৃবিয়োগের খবর শুনে আবেগপ্রবণ হয়ে পড়া এই ছোট্ট ছেলেটি তার লেখা চিঠিতে জানিয়েছে,’আমি টিভিতে দেখে খুব দুঃখিত যে আপনার প্রিয় মা শ্রীমতি হীরাবেন, ১০০ বছর বয়সে আজ মারা গিয়েছেন।’ এরপর আয়ুষ লেখে,’দয়া করে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, তাঁর আত্মার শান্তি কামনার। ওম শান্তি।’ এত ছোট্ট বয়সের কারোর থেকে এমন এক মন ছুঁয়ে নেওয়া বার্তা পেয়ে তার চিঠির উত্তরও দেন প্রধানমন্ত্রী। নানান কাদের ব্যস্ততার মধ্যেও সেই চিঠির উত্তর আসে প্রধানমন্ত্রীর তরফে। তবে উত্তর যতক্ষণে সোশ্যাল মিডিয়ায় বাইরাল হয়েছে, ততক্ষণে খানিকটা সময় বয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে পাল্টা আয়ুষকে ধন্যবাদ জানান, এমন চিঠির জন্য। মোদী লেখেন, এমন দয়াপরবশত ঘটনা তাঁকে বহু কঠিন সময়ের মধ্যেও এগিয়ে চলার প্রাণশক্তি যোগায়। ( ‘আমি সহমত নই তাঁর…’ সোরোসের মন্তব্যে চিদাম্বরমের ঝোড়ো টুইট, কী বললেন?)

প্রধানমন্ত্রী তাঁর চিঠিতে লেখেন, ‘আমি তোমার চিন্তা এবং প্রার্থনায় আমাকে অন্তর্ভুক্ত করার জন্য ধন্যবাদ জানাই। এই ধরনের দয়ামূলক কর্মকাণ্ড আমাকে এই ক্ষতি সহ্য করার শক্তি এবং সাহস জোগায়।’ উল্লেখ্য, এই চিঠি টুইটারে পেশ করেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর। তিনি সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি মোদীর প্রশংসায় বলেন, এমন উদ্যোগ (এক ছোট্ট পড়ুয়াকে মোদীর চিঠি) ওই খুদের জীবনকে সঠিক পথে নিয়ে যাবে। প্রধানমন্ত্রীর এই উত্তরসূচক চিঠির প্রশংসা আসে ইন্টারনেট দুনিয়াতেও।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup