Nikki Haley: ‘বিশ্বের জন্য এটিএম নয়’ আমেরিকা! পাকিস্তানকে সাহায্যের অঙ্ক নিয়ে সরব নিকি হ্যালে

মার্কিন অর্থনীতি ‘বিশ্বের এটিএম’ যাতে না হয়ে যায়, তার বন্দোবস্ত করার লক্ষ্যে তিনি হাঁটবেন বলে নির্বাচনী প্রচারে বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদের প্রার্থী নিকি হ্যালে। উল্লেখ্য, তাঁর প্রাক্তন ‘বস’ তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী ময়দানে নামছেন নিকি। আর তার আগে, নির্বাচনী প্রচারে কার্যত পাকিস্তানকে নাম না করে তুলোধনা করেন নিকি।

নিজের নির্বাচনী প্রচারে নিকি টুইটে লেখেন, ‘একটি দুর্বল আমেরিকা খারাপ লোকদের টাকা দেয়। গত বছর কয়েকশো মিলিয়ন শুধু দেওয়া হয়েছে পাকিস্তানকে, জিম্বাবোয়েকে, ইরাককে। একটি শক্তিশালী আমেরিকা বিশ্বের এটিএম হতে পারে না।’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী নিকির এই বার্তায় কার্যত রিপাবলিকানদের প্রচারে ঝড় উঠেছে। এই বার্তা দিয়ে তিনি কার্যত নিজের বিদেশনীতি স্পষ্ট করে দিয়েছেন। নিকি জানিয়েছেন, ক্ষমতায় তিনি এলে, মার্কিন অর্থনৈতিক সাহায্যের দিকটি কড়া হাতেই নিয়ন্ত্রণ করবেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি চিন নিয়েও কার্যত সরব হয়েছেন। ‘আমরা বন্ধু কিনতে পারিনা। চিনের বোঝা উচিত আমরা নজর করছি। আমরা কেন তাদের পরিবেশ ক্ষেত্রে এত টাকা দেব? এটা হাস্যকর।’ এক সেন্টও তাঁদের দেওয়া উচিত নয়। যে ভাবনা থেকে ইরাককে টাকা দেওয়া হচ্ছে, আর সেই চাকা দিয়ে তারা ইউরেনিয়াম প্রক্সি বানিয়ে মৃত্যুকে আমেরিকা পাঠাচ্ছে…একটা গারণা থেকে জিম্বাবোয়েকে টাকা দেওয়া হচ্ছে, আর তারা মার্কিন বিরোধী হয়ে উঠছে, আমরা (টাকা) দিচ্ছি কিউবাকে আর তারা রাষ্ট্রে সন্ত্রাস তৈরি করছে, আমরা এটা কেন করছি?’ ( রাষ্ট্রসংঘে নিত্যানন্দের দেশ ‘কৈলাসা’র প্রতিনিধিরা! বিশ্ব মঞ্চে কী জানালেন তাঁরা)

এর আগে মার্কিন গভর্নর হিসাবে নিকি হ্যালে ছিলেন কর্মরত। এছাড়াও রাষ্ট্রসংঘে মার্কিনি প্রতিনিধি হিসাবেও তিনি কর্মরত ছিলেন। সদ্য নিউ ইয়র্ক টাইমসের একটি সম্পাদকীয়তে নিকি হ্যালে লিখেছেন, ‘যে দেশগুলি আমাদের ঘৃণা করে তাঁদের জন্য বিদেশি সাহায্যের প্রতি শতাংশ কমিয়ে দেওয়া হবে। একটি শক্তিশালী আমেরিকা খারাপ লোকদের পরিশোধ করে না। একটি গর্বিত আমেরিকা আমাদের জনগণের কষ্টে অর্জিত অর্থ নষ্ট করে না। তাঁরাই একমাত্র নেতা, যাঁরা আমাদের বন্ধুদের পাশে ও শত্রুদের বিরুদ্ধে দাঁড়ান।’ মার্কিন প্রেসিডেনশিয়াল নির্বাচনে ভারতীয়-মার্কিনি নিকি হ্যালে রিপাবলিকান পার্টির তরফে প্রার্থী হয়েছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup