মোদী নোবেল শান্তি পুরস্কার পাওয়ার প্রধান দাবিদার, ভাইরাল হল ভুয়ো খবর

চলতি বছর নোবেল পুরস্কারের জন্য মনোনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করা একটি টুইট ভাইরাল হয়ে যায়। তবে এই দাবি সত্যি নয়। নরওয়েজিয়ান নোবেল কমিটির ডেপুটি লিডার এসলে তোজে জানান, ‘এটি সম্পূর্ণ মিথ্যা’।

এসলে তোজে বলেন, ‘একটি ভুয়ো টুইট করা হয়েছে। আমার মনে হয় এটি নিয়ে বেশি আলোচনা করা বা এটিকে আরও অক্সিজেন দেওয়া উচিত নয়। আমি এই জাতীয় কিছুই বলিনি।

ভারত সফরের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, ‘আমি নরওয়েজিয়ান নোবেল কমিটির ডেপুটি লিডার হিসেবে ভারতে আসিনি। আমি এসেছি আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার বার্তা দিতে। ভারতের একজন বন্ধু হিসেবে এসেছি।’ আরও পড়ুন:বয়সের ‘অলিখিত নিয়ম’ মেনে মোদীকে ছাড়াই ২০২৪-এ লড়বে BJP? কার্টুনে মিলল ইঙ্গিত

তবে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসাও করেন তিনি। রাশিয়া-ইউক্রেন সংঘাতের সময়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোদী বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘এটি যুদ্ধের যুগ নয়।’ সেই উক্তি মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করেন এসলে তোজে।

এএনআই-কে দেওয়া সাক্ষাত্কারে, তোজে বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ছিল, ‘এটি যুদ্ধের যুগ নয়’। সেটি একটি সুচিন্তার বহিঃপ্রকাশ। ভারত বুঝিয়ে দিয়েছে যে, আমাদের আজকের বিশ্বের বিরোধের জায়গাগুলি আর এভাবে সমাধান করা উচিত নয়। প্রধানমন্ত্রী মোদীর প্রতি বিশ্বের অধিকাংশ জনসংখ্যার সমর্থন রয়েছে।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউক্রেনের যুদ্ধ একটি ট্র্যাজেডি। এটি এমন এক যুদ্ধ যার সমাপ্তি ঘটানো দরকার। সব জাতিরই উচিত একটি সমাধান সূত্র খোঁজার চেষ্টা করা। রাশিয়াকে পরমাণু অস্ত্রের প্রকৃত ব্যবহারের সচেতনতা সম্পর্কে ভারতের মনে করিয়ে দেওয়ার বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।’

তোজে বলেন, ভারত একটি সংকেত দিয়েছে। তারা জানিয়েছে, বিশ্বের বিভিন্ন বিরোধ আর যুদ্ধের মাধ্যমে সমাধান করা উচিত নয়। প্রধানমন্ত্রী মোদীর পিছনে বিশ্বের সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে। তিনি এই দ্বন্দ্বের সমাধান খুঁজে বের করার জন্য সমস্ত জাতি এবং শুভাকাঙ্খী দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। এভাবে কাউকে পাল্টা হুমকি না দিয়ে, বন্ধুত্বপূর্ণভাবেই নিজের বক্তব্য তুলে ধরার জন্য ভারতের প্রশংসা করেন তোজে।

‘ভারত খুব বেশি গলাবাজি করেনি। কাউকে হুমকিও দেয়নি। ভারত কেবল বন্ধুত্বপূর্ণভাবে তার নিজের বক্তব্যটুকু জানিয়েছিল। আজ ভারত বিশ্বের অন্যতম প্রধান শক্তি, আন্তর্জাতিক রাজনীতিতে এই ধরনের ভূমিকা আরও বেশি প্রয়োজন,’ বলেন এসলে তোজে। আরও পড়ুন: বাইক দুর্ঘটনায় প্রয়াত মোদীর নিরাপত্তা কনভয়ের SPG কমান্ডর, খাল থেকে উদ্ধার দেহ

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup