Virat Kohli opens up on quitting Royal Challengers Bangalore captaincy in 2021 IPL

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তিনি আইপিএল-এর (IPL 2023) পোস্টার বয়। তিনি এক ও অদ্বিতীয় বিরাট কোহলি (Virat Kohli) অথচ তাঁর ঝুলিতেই এখনও ক্রোড়পতি লিগের ট্রফিটাই নেই। আর তাই ২০২১ মরসুমের আইপিএল (IPL) শুরু হওয়ার আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) দায়িত্ব ছেড়েছিলেন ‘কিং কোহলি’ (King Kohli)। কিন্তু কেন তিনি নেতার তাজ নিজের ইচ্ছায় নামিয়ে রেখেছিলেন? এতদিন পর সেই বিষয় নিয়ে মুখ খুললেন আরসিবি-র (RCB) মহাতারকা। 

বিরাট বলছিলেন, “অধিনায়কত্বের শেষ দিকে নিজের উপর কোনও বিশ্বাসই ছিল না। আমি যেন কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম। মাথা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। নিজেই নিজেকে বলছিলাম, ‘অনেক কিছু দেখে ফেলেছি। আর এসব চালাতে পারছি না। আর কিছু সহ্য করতে পারছি না।” 

আরও পড়ুন: IPL 2023: ছবিতে দেখুন ক্রোড়পতি লিগের ইতিহাসে সেরা ১০ ব্যাটারের তালিকা

আরও পড়ুন: Virat Kohli, IND vs AUS 1st ODI: সচিন, পন্টিংয়ের কোন রেকর্ড ছোঁয়ার অপেক্ষায় বিরাট কোহলি

অধিনায়কত্ব ছাড়ার পরেও যে তাঁর মাথায় হ্যাংওভার ছিল সেটাও স্বীকার করে নিলেন। বিরাটের ফের প্রতিক্রিয়া, ” অধিনায়কত্ব ছাড়লেও অতীতের খারাপ অভিজ্ঞতা নিয়ে আমি সবসময় ভাবতাম। কিছুতেই খেলায় মন দিতে পারছিলাম। পরের মরসুমে নতুন ক্রিকেটাররা এল। সবার নতুন ভাবনা, নতুন সুযোগ। ওরা উত্তেজিত ছিল। আমি ততটা উত্তেজিত ছিলাম না। কিন্তু ওরা দলে এমন একটা পরিবেশ তৈরি করল যে টানা তৃতীয় বছর আমরা প্লে-অফে পৌঁছে গেলাম। এখন প্রতিটা মরসুম আগের মতোই উত্তেজনা নিয়ে শুরু করি।” 

এমনকি বিরাটের স্মৃতিচারণে উঠে এসেছে ২০১৯ সালের কথাও। সে বার প্রথম ছ’টা ম্যাচেই হেরেছিল আরসিবি। তার পরে শেষ আটটা ম্যাচের পাঁচটা জিতলেও শেষ করে সবার নীচে। তাঁর দাবি দীর্ঘ ১৫ বছর ক্রিকেট খেলার পরেও, এমন অপমানজনক অধ্যায় আজও ভুলতে পারেননি তিনি। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)