ফাঁসি নয়, কম যন্ত্রণায় মৃত্যুদণ্ডের পদ্ধতি খুঁজে বের করুন, সুপ্রিম নির্দেশ

ধনঞ্জয়ের ফাঁসির কথা মনে আছে? সেই সময় সামনে এসেছিল নাটা মল্লিকের কথা। ধনঞ্জয়ের ফাঁসির মৃত্যুদণ্ড কার্যকরী করেছিলেন তিনি। তবে এনিয়ে সেই সময়ই নানা কথা উঠেছিল। তবে সেই ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত না হলেও কিছুটা কম যন্ত্রণাদায়ক ও মর্যাদাপূর্ণ মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি খোঁজার জন্য় কেন্দ্রকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিংহের বেঞ্চ এই মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের ব্যাপারে জানিয়েছে। আর সেজন্য় নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রকে। 

ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর তার মৃত্যু নিশ্চিত করা হয়। এই পদ্ধতি মর্যাদাপূর্ণ নয় বলে জানিয়েছে আদালত। কিন্তু যতক্ষণ না তার মৃত্যু হচ্ছে ততক্ষণ কার্যত প্রচন্ড যন্ত্রণার মধ্যে কাটাতে হয় তাকে। সেকথাটা অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমানিকে জানিয়েছে Supreme Court। 

আদালত নির্দেশ দিয়েছে, এখন তো বিজ্ঞানের যুগ। কম যন্ত্রণাদায়ক ও মর্যাদাপূর্ণ মৃত্যুর উন্নতি কোনও পদ্ধতি রয়েছে কি না সেটা খুঁজে বের করুন। 

এদিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কতটা মানবিক তা নিয়ে নানা সময়ে নানা কথা উঠেছে। কখনও আদালতের মধ্য়ে কখনও আবার মানবাধিকার রক্ষার মঞ্চে নানা আলোচনা হয়েছে এনিয়ে। তারপরেও ওই পদ্ধতিই কার্যকর হয় এখনও। এনিয়ে বিতর্কও কিছু কম হয়নি।

তবে এবার বিশেষজ্ঞ কমিটির উপর বিশেষভাবে দায়িত্ব অর্পণ করেছে শীর্ষ আদালত। সেই কমিটিতে অন্তত দুটি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ. এইমসের বিশেষজ্ঞ চিকিৎসক, বৈজ্ঞানিক, মনোবিদ ও বিশিষ্ট ব্যক্তিদের সেই কমিটিতে রাখার ব্যাপারে সুপারিশ করেছে বিচারপতিদের বেঞ্চ। 

বাস্তবিকই ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে অনেকের মনেই নানা প্রশ্ন রয়েছে। অনেকেই সেই ঘটনার কথা ভাবলেই শিউরে ওঠেন। অন্য়দিকে বাংলায় বিগত দিনে ধনঞ্জয়ের মৃত্যুদণ্ড কার্যকর নিয়েও নানা আলোচনা হয়েছিল। সেই চর্চা অব্যাহত রয়েছে এখনও। তবে এবার মৃত্যুদণ্ড কার্যকরীর করার পদ্ধতি নিয়ে অত্যন্ত সাড়া জাগানো নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup