Mummified Sheep Heads: প্রাচীন মন্দিরের ভিতরে ২০০০ ভেঁড়ার খুলি! ইতিহাসের ওপার থেকে এল কোন বিপদের সংকেত

২০০০-এর বেশি ভেঁড়ার মাথা। পর পর সাজিয়ে রাখা মন্দিরের ভিতরে। এই দৃশ্য স্তম্ভিত করে দিয়েছে বিজ্ঞানীদের। হালে এমনই এক জায়গার সন্ধান পাওয়া গিয়েছে মিশরে।

প্রথমেই প্রশ্ন ঠেছে, কত বছরের পুরনো এই মামি করে রাখা মাথাগুলি? বিজ্ঞানীদের অনুমান প্রায় চার হাজার বছর আগের এই মাথাগুলি। সেই সময়ে ফারাও দ্বিতীয় রামেসিসের সমাধিস্থলের মন্দিরেই এভাবে বলি দিয়ে রাখা হয়েছিল ভেঁড়াদের মাথাগুলি। তবে ভেঁড়ার পাশাপাশি ছাগল, কুকুর, গরু, বাঁদরের মাথাও আছে এই সমাধি ক্ষেত্রে। প্রত্নতত্ত্বিকদের ধারণা, ফারাও রামেসিসকে হাজার বছর ধরে খুশি রাখার জন্য এই ধরনের বলি দেওয়া হয়।

খ্রিষ্টপূর্ব ১৩০৪ থেকে ১২৩৭ পর্যন্ত ফারাও দ্বিতীয় রামেসিস রাজত্ব করেছিলেন বলে মনে করা হয়। মিশরের অন্যতম গুরুত্বপূর্ণ ফারাও ছিলেন তিনি। তাঁর আমলে প্রাচীন মিশরের সমৃদ্ধি শিখরে পৌঁছেছিল। তাঁর মৃত্যুর পরেও পরলোকে যাতে তিনি জীবিত থাকেন তার জন্য রামেসিসের মন্দিরে নানা ধরনের উপহার সামগ্রী দেওয়ার নিদর্শন আগেই পেয়েছিলেন প্রত্নতাত্ত্বিকরা। বহু দামি পোশাক, অলংকার, খাবারদাবার সেখানে রাকার ব্যবস্থা ছিল। কিন্তু এই পরিমাণে প্রাণীর বলি দিয়ে যে মন্দিরে রাখা হয়েছিল, তার নিদর্শন আগে পাননি তাঁরা।

মামি করে রাখা ভেঁড়ার মাথা।

(AP)

হালে খননকার্জের ফলে উন্মুক্ত হয়েছে মন্দিরের একাংশ। আর সেখান থেকে পাওয়া গিয়েছে প্রাণীদের খুলিগুলি। সেটিই অবাক করে দিয়েছে প্রত্নতাত্ত্বিকদের। প্রাথমিক ভাবে অনেকেই ভেবেছিলেন, কোনও মহামারি বা সংক্রমণ ঠেকাতে হয়তো এভাবে বলি দেওয়া হয় প্রাণীগুলিকে। কিন্তু পরে তাঁদের মনে হয়েছে, বিষয়টির সঙ্গে কোনও রোগের সম্পর্ক নেই। এগুলি একেবারেই ধর্মীয় কারণেই রাখা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup