Panchayat Election: পঞ্চায়েত নির্বাচনে হস্তক্ষেপ নয়, শুভেন্দুর আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। এমনকী আদালত এতে হস্তক্ষেপ করবে না বলেও জানিয়ে দিয়েছে। বরং বল ঠেলে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের জমিতে। সুতরাং পঞ্চায়েত নির্বাচন নিয়ে সমস্ত নিয়ম মেনে যাবতীয় সিদ্ধান্ত এবার নিতে পারবে নির্বাচন কমিশন। আজ, মঙ্গলবার একটি মামলার শুনানিতে এই কথাই জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। পঞ্চায়েত নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেটা কার্যত খারিজ হয়ে গেল।

ঠিক কী ঘটেছে কলকাতা হাইকোর্টে?‌ এবার পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন। এখন পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হলেও কোনও সমস্যা নেই বলে আদালত সূত্রে খবর। ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষজনের গণনার সিদ্ধান্ত নিয়ে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু অন্যান্য অনগ্রসর শ্রেণি সম্প্রদায়ভুক্ত মানুষের গণনার যে সিদ্ধান্ত রাজ্য নিয়েছিল, সেটা গ্রহণযোগ্য নয় বলে দাবি করেছিলেন শুভেন্দু। কিন্তু পৃথক পৃথকভাবে সম্প্রদায়ভুক্ত মানুষজনের গণনার জন্য আলাদা আলাদা নিয়ম থাকতে পারে না বলে মঙ্গলবারের শুনানিতে এই পর্যবেক্ষণ জানান প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

ঠিক কী জানিয়েছে কলকাতা হাইকোর্ট?‌ শুভেন্দু অধিকারীর অভিযোগ ছিল, ২০১১ সালে তফশিলী জাতি ও উপজাতির গণনা করা হলেও অন্যান্য অনগ্রসর শ্রেণির (‌ওবিসি)‌ গণনা হয়নি। তখন পাল্টা রাজ্য নির্বাচন কমিশন বলেছিল, তাঁরা বাড়ি বাড়ি গিয়ে এই গণনা করছেন। শুভেন্দু সেটারও চ্যালেঞ্জ করেন। আর আজ, মঙ্গলবার শুভেন্দুর সেই জনস্বার্থ মামলাটিই ওঠে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে। তখন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, ‘নির্বাচন সংক্রান্ত বিষয়ে কলকাতা হাইকোর্ট কোনও হস্তক্ষেপ আপাতত করবে না। সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন।’

আর কী জানা যাচ্ছে?‌ তবে শুভেন্দু অধিকারী নতুন করে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মামলা করতে পারেন বলেও জানিয়েছেন বিচারপতিরা। এদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলি প্রচারে নেমে পড়েছে। অন্যদিকে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করতেই পারে রাজ্য নির্বাচন কমিশন। আর তারপর হিসেব অনুযায়ী, মে মাসে হতে পারে পঞ্চায়েত নির্বাচন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup