হাওড়া হিংসার পিছনে রয়েছে তৃণমূলি দুষ্কৃতীরা, দাবি শুভেন্দুর

হাওড়া হিংসা সংঘটিত হয়েছে তৃণমূলের স্থানীয় নেতাদের নেতৃত্বে। শুক্রবার সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সনাতনীদের এলাকাছাড়া করতে বৃহস্পতিবার রাতে এলাকায় ১৪৪ ধারা জারি করেনি পুলিশ। বিজেপি জনপ্রতিনিধি, সংবাদমাধ্যম ও মানবাধিকার কর্মীদের রুখতে শুক্রবার ১৪৪ ধারা লাগু করা হয়েছে।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘গোটা এলাকা থেকে সনাতনীদের সাফ করে দেওয়ার পরে ১৪৪ ধারা লাগানো হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। যাতে ওই এলাকায় কোনও সংবাদমাধ্যম ঢুকতে না পারে। ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধিরা, মানবাধিকার কর্মীরা ঢুকতে না পারেন, সেজন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকা থেকে রামভক্তদের তাড়িয়ে দিয়ে, আসবাব পত্র, জানলা দরজা সব খুলে নিয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতরাতে সেখানে ১৪৪ ধারা জারি করে আধাসেনা নামালে আজকের হিংসা দেখতে হত না’।

বৃহস্পতিবারের পর শুক্রবারও হাওড়ার শিবপুরের কাজিপাড়ায় ব্যাপক হিংসা হয়। দুপুরের পর থেকে শুরু হয় ইটবৃষ্টি। অভিযোগ, দর্শকের ভূমিকায় ছিল পুলিশ। প্রায় ৪ ঘণ্টা এলাকায় বেলাগাম তাণ্ডব চলে। তার পর তৎপরতা শুরু করেন পুলিশ আধিকারিকরা।