IPL 2023: RR Give Target Of 176 Runs Against CSK In Match 17 At MA Chidambaram Stadium


চেন্নাই: ঘরের মাঠে মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) সামনে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৭৫/৮ তুলল রাজস্থান রয়্যালস (IPL 2023)। দলের ইনিংসকে টানলেন জস বাটলার (Jos Buttler)। ঝকঝকে হাফসেঞ্চুরি করলেন ইংরেজ তারকা। দেখিয়ে দিলেন, কেন তাঁর ধারাবাহিকতাকে সমীহ করেন আইপিএলের সব দলের অধিনায়করা।

বুধবার ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। আগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অসুস্থতার কারণে খেলতে পারেননি মঈন আলি। তাঁর পরিবর্তে অজিঙ্ক রাহানেকে সুযোগ দিয়েছিল সিএসকে। ১৯ বলে হাফসেঞ্চুরি করে নিজের উপস্থিতি বুঝিয়েছিলেন রাহানে। যে ইনিংস দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন বিশেষজ্ঞরা। তারপর থেকেই জল্পনা চলছিল, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরের ম্যাচে কি রাহানেকে প্রথম একাদশে রাখবে সিএসকে? বিশেষ করে মঈন আলি সুস্থ হয়ে যাওয়ার পর রাহানেকে খেলানো হয় কি না, দেখার অপেক্ষায় ছিলেন সকলে।

ধোনি দেখালেন, অভিজ্ঞ রাহানের ওপর তাঁর আস্থা অটুট। রাজস্থানের বিরুদ্ধে প্রথম একাদশে খেলালেন রাহানেকে। মঈনও ফিরলেন। বাদ পড়লেন আগের ম্যাচ খেলা ডোয়েন প্রিটোরিয়াস। পাশাপাশি সিসান্দা মাগালাকে প্রথম একাদশে রাখেন ধোনি।

রাজস্থানের ইনিংসের শুরুটা ভাল হয়নি। ছন্দে থাকা ওপেনার যশস্বী জয়সবালকে শুরুতেই তুলে নেন তুষার দেশপাণ্ডে। মাত্র ১০ রান করে ফেরেন যশস্বী। কিন্তু তিনি ফিরলেও, রাজস্থান ইনিংসের হাল ধরেন বাটলার ও দেবদত্ত পড়িক্কল। দ্বিতীয় উইকেটে দুজনে ৭৭ রান যোগ করেন। ২৬ বলে ৩৮ রান করে রবীন্দ্র জাডেজার বলে আউট হন পড়িক্কল। এক বল পরেই রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনকে ফিরিয়ে দেন জাডেজা। কোনও রান না করেই বোল্ড হয়ে যান সঞ্জু। এক উইকেটে ৮৮ থে

ে ৮৮/৩ হয়ে যায় রাজস্থান।

পাঁচ নম্বরে আর অশ্বিনকে নামিয়ে ফাটকা খেলা হয়। এর আগে একটি ম্যাচে অশ্বিনকে দিয়ে ওপেন করিয়েছিল রাজস্থান। শূন্য রানে আউট হয়ে গিয়েছিলেন তারকা অফস্পিনার। তবে বুধবার হতাশ করেননি। ২২ বলে ৩০ রানের ইনিংস খেলে যান তামিলনাড়ুর তারকা। বাটলার আউট হওয়ার পর ১৮ বলে অপরাজিত ৩০ রানের ঝোড়ো ইনিংস খেলে যান শিমরন হেটমায়ার। সিএসকে বোলারদের মধ্যে দুটি করে উইকেট পেয়েছেন আকাশ সিংহ, তুষার দেশপাণ্ডে ও রবীন্দ্র জাডেজা।

আরও পড়ুন: জানতামও না শেষ ওভারে কত রান দরকার ছিল, বলছেন কেকেআরের অবিশ্বাস্য জয়ের নায়ক