হারানো ১৫ পয়েন্ট আপাতত ফিরে পেলো জুভেন্টাস

লিসবনে স্পোর্তিং সিপির বিপক্ষে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের বাধা পার হওয়ার পর জুভেন্টাস সুখবর পেলো। দলবদলের চুক্তি সংক্রান্ত অনিয়মের কারণে গত ২০ জানুয়ারি ১৫ পয়েন্ট হারায় ওল্ড লেডিরা। কিন্তু ফেডারেল আপিল আদালতের নতুন পর্যালোচনা না হওয়া পর্যন্ত তা আপাতত স্থগিত করা হয়েছে।

মানে হারানো ১৫ পয়েন্ট অস্থায়ীভাবে ফিরে পেয়েছে জুভেন্টাস। তাতে করে সিরি আ টেবিলে সাত থেকে তিনে উঠে গেছে তারা এবং আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও প্রবল হয়েছে। ৪৪ থেকে তাদের পয়েন্ট এখন ৫৯। পঞ্চম স্থানে থাকা ইন্টার মিলানের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে তারা।

গত বছর ডিসেম্বরে ক্লাবের অর্থনৈতিক বিষয় নিয়ে তদন্তের পর পাভেল নেদভেদসহ পুরো বোর্ড পদত্যাগ করে। অতীতের দলবদল সম্পর্কিত ‘আর্থিক অনিয়ম’ ও ‘মিথ্যা হিসাব’ দেওয়ার কারণে পরের মাসে ইতালিয়ান দলের কাছ থেকে ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়।

‘প্রক্রিয়াগত ত্রুটির’ কারণে ১৫ পয়েন্ট কাটার সিদ্ধান্ত পাল্টে যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল জুভেন্টাস এবং সেটাই হলো।

আগের রায়ে বোর্ডের বেশ কয়েকজন সাবেক সদস্যকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করা হয়। টটেনহ্যামের বর্তমান স্পোর্টিং ডিরেক্টর ফ্যাবিও পারাতিসিকে ৩০ মাসের জন্য নিষিদ্ধ করা হয়। অনিয়মে সংশ্লিষ্টতার কারণে ইতালিয়ান ফুটবল কার্যালয়ে ২৪ মাস নিষিদ্ধ হন আগনেল্লি। যদিও তাদের শাস্তি বহাল আছে।

সব মিলিয়ে ৬২টি দলবদলের তদন্ত করছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন, যার মধ্যে ৪২টিই জুভেন্টাসের।