IPL 2023: KKR Captain Nitish Rana Claims He Always Had Belief In Team’s Ability After RCB Match


বেঙ্গালুরু: টানা দুই ম্যাচ জেতার পরে পরপর চারটি ম্যাচ হেরেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। তবে অবশেষে ২১ রানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB vs KKR) হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে কেকেআর। পরের হারের পর জয়ে ফিরে স্বাভাবিকভাবেই ভীষণ খুশি নাইট অধিনায়ক নীতীশ রানা (Nitish Rana)।

অটুট আস্থা

ম্যাচ শেষে নাইট অধিনায়ক জানান দল গত কয়েকটি ম্যাচে কাঙ্খিত সাফল্য না পেলেও, তাঁর আস্থা কিন্তু অটুট ছিল। রানা বলেন, ‘বিগত তিন-চার ম্যাচে আশানুরূপ পারফর্ম করতে পারিনি। তবে আমি বরাবরই বলে এসেছি, আমরা যদি দলগতভাবে ভাল খেলি, তাহলে সাফল্য পাবই। লিগ তালিকায় আমরা যেখানেই থাকি না কেন, দলের ওপর আমার আস্থা অটুট ছিল। আমাদের সাজঘরে প্রচুর লোক রয়েছে যারা এই পরিস্থিতিতেও সবসময় দলের সকলকে মনোবল জুগিয়েছেন।’

পাশাপাশি নাইট অধিনায়ক তরুণ স্পিনার সুয়াশ শর্মাকেও প্রশংসায় ভরান। সুয়াশ মুশকিল পরিস্থিতিতে বল হাতে তুলে নিয়ে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসিকে সাজঘরে ফেরান। চার ওভারে ৩০ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে বেশ প্রভাবিত করেন। তরুণ তুর্কীর প্রশংসা করে নীতীশ বলেন, ‘আমরা আজ বোর্ডে বড় রান তোলার পর আশা করছিলাম যে আমাদের স্পিনাররা যেন ওদের চাপে ফেলতে পারে। উইকেটটা তো দেখে বেশ শুকনো বলেই মনে হয়েছিল, তাই ভেবেছিলাম বলও ঘুরবে। বল তেমন স্পিন হয়নি বটে, তবে আমাদের বোলাররা দারুণ বল করেছে। সুয়াশ সবসময় চাপের মুখে এগিয়ে আসে। আশা করছি আজকের মতোই আগামী ম্যাচগুলিতেও

আমরা পারফর্ম করতে পারব।’

বিরাটের রেকর্ড

বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) ২১ রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে দলের পরাজয়ের দিনেই এক নতুন নজির গড়লেন ‘রেকর্ড ম্যান’ কোহলি। বিরাট কোহলি (Virat Kohli) নিজের আইপিএল কেরিয়ারের ৪৯তম অর্ধশতরানটি এই ম্যাচেই হাঁকিয়ে ফেলেন। তিনি ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদেই নতুন ইতিহাস গড়লেন তিনি।

৫৪ রানের ইনিংসের সুবাদেই কোহলি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) তিন হাজার রানের গণ্ডি পার করে ফেলেন বিরাট। তিনিই প্রথম ব্যাটার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এক মাঠে তিন হাজার রান করলেন। বিরাট চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯২টি ইনিংস খেলে ৩৭.৬৮ গড়ে ৩০১৫ রান করেছেন। চিন্নাস্বামীতে ২৩টি অর্ধশতরান করেছেন বিরাট। বিরাট এক্ষেত্রে বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিমকে পিছনে ফেললেন। রহিম শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোট ১২১টি ইনিংস খেলে ২৯৮৯ রান করেছেন, গড় ৩৩.৯৬ এবং ১৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক। 

আরও পড়ুন: আরসিবিকে হারিয়ে পয়েন্ট তালিকায় কত নম্বরে উঠে এল কেকেআর?