CAB 1st Div League: Kalighat Club Won 1st Division League After Defeating Town Club At Eden Gardens On Basis Of First Innings Lead

কলকাতা: প্রায় ১০ বছর কেটে গিয়েছে। কালীঘাট ক্লাবের (Kalighat Club) শেষ লিগ খেতাব এসেছিল এক দশক আগে। ফাইনালে ইস্টবেঙ্গলকে হারিয়ে। ফের সেই সোনালি মুহূর্ত ফিরল ময়দানের ক্লাবে। সিএবি-র প্রথম ডিভিশন লিগে (CAB 1st Div League) চ্যাম্পিয়ন হল কালীঘাট ক্লাব। ইডেন গার্ডেন্সে নৈশালোকে গোলাপি বলের ফাইনালে কার্যত একপেশেভাবে তারা হারাল টাউন ক্লাবকে। প্রথম ইনিংসে বিরাট লিড থাকায় ট্রফি জিতল কালীঘাট।

ABP Ananda – Live TV

স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত কালীঘাট ক্লাবের কর্মকর্তারা। ক্লাবের অন্যতম কর্ণধার তথা প্রাক্তন সিএবি সচিব বাবলু কোলে এবিপি আনন্দকে বলছিলেন, ‘মাঝের দশ বছরে আমরা অন্যান্য ট্রফিও জিতেছি। যার মধ্যে সিনিয়র নক আউট, জে সি মুখোপাধ্যায় ট্রফি রয়েছে। তবে লিগ খেতাব আলাদা গুরুত্বের। ফের লিগ চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতিটা তাই দারুণ।’

সুদীপ ঘরামি (১৮৫ রান) ও ঋতম পোড়েলের (১০৫ রান) জোড়া সেঞ্চুরির সুবাদে কালীঘাট ক্লাবের প্রথম ইনিংসে তোলা ৪৮০ রানের জবাবে মাত্র ২৯৩ রানে গুটিয়ে গিয়েছিল টাউন ক্লাবের প্রথম ইনিংস। প্রথম ইনিংসে ১৮৭ রানের বিশাল লিড পেয়েছিল কালীঘাট ক্লাব। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রবিবার মাত্র ২৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১০৮ রান তুলে ফেলেছিল কালীঘাট। সব মিলিয়ে ২৯৫ রানে এগিয়ে ছিল কালীঘাট ক্লাব।

সোমবার ম্যাচের শেষ দিন দুরন্ত সেঞ্চুরি করলেন রণজ্যোৎ সিংহ খইরা। ২২৭ বলে ১৯৪ রান করলেন তিনি। ১৬টি বাউন্ডারি ও ৮টি ছক্কা মেরেছেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৭৩ ওভারে ৩১০/২ তুলে ডিক্লেয়ার করে কালীঘাট ক্লাব। ম্যাচের ভবিতব্য ততক্ষণে নির্ধারিত হয়ে গিয়েছে। শ্রেয়াংস ঘোষ মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। ৯৭ রান করে ফেরেন তিনি। সব মিলিয়ে ৪৯৭ রানের বিশাল লিড নেয় কালীঘাট ক্লাব। যা কোনও মতেই তোলা সম্ভব ছিল না টাউন ক্লাবের পক্ষে। তাই বিজয়ী ঘোষণা করা হয় কালীঘাটকে।

ম্যাচের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছেন সুদীপ কুমার ঘরামি। প্রথম ইনিংসে ১৮৫ রান করার সুবাদে। 

এদিকে, বেশ কয়েক বছর পর ফিরছে পি সে ট্রফি। তবে কী ফর্ম্যাটে টুর্নামেন্ট হবে, তা এখনও নির্ধারিত হয়নি। দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে সিএবি। সব কিছু ঠিকঠাক চললে জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হবে টুর্নামেন্ট। সিএবি-র টুর্নামেন্ট কমিটির প্রধান শুভঙ্কর ঘোষ দস্তিদার বললেন, ‘আটটি দলকে নিয়ে টুর্নামেন্ট হবে। ফর্ম্যাট বা সূচি দ্রুত ঠিক হবে।’