Education Loan: CIBIL স্কোর কম? শিক্ষা লোন নিয়ে বিরাট পর্যবেক্ষণ আদালতের, ভরসা দেবে পড়ুয়াদের

শিক্ষা লোন নিয়ে এবার তাৎপর্যপূর্ণ রায় দিল কেরল হাইকোর্ট। এদিকে বহু ছাত্রছাত্রীর কাছে শিক্ষা লোন উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একমাত্র ভরসা।মঙ্গলবার কেরল হাইকোর্টের পর্যবেক্ষণ কোনও পড়ুয়া যদি শিক্ষা লোনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে শুধু তার সিআইবিআইএল (CIBIL) স্কোর কম রয়েছে এই অজুহাতে সেই আবেদন প্রত্যাখ্যান করা যায় না। 

বিচারপতি পিভি কুন্নিকৃষ্ণান এই মামলার শুনানির সময় জানিয়েছিলেন, শিক্ষা লোন সম্পর্কিত বিষয়ে ব্যাঙ্কের মানবিক হওয়া দরকার। নেওল পল ফ্রেডি বনাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া  ও অন্যান্য়দের মামলায় এই পর্যবেক্ষণের কথা জানিয়েছেন বিচারপতি। এদিকে আদালতের এই পর্যবেক্ষণ কার্যত বহু ছাত্রছাত্রীকে ভরসা যোগাতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

সূত্রের খবর, এক পড়ুয়া দুটি লোনের জন্য় আবেদন করেছিলেন। কিন্তু তার সিআইবিআইএল স্কোর কিছুটা কম ছিল। এর জেরে তিনি সমস্যায় পড়ে গিয়েছিলেন। তবে পরে তিনি ওমানে একটি চাকরি পেয়ে যান। তারপরে তিনি জানিয়ে দেন,এবার চাকরি করে তিনি যে টাকা পাবেন তা দিয়ে তিনি বাকি লোন শোধ করে দেবেন।  

আদালতের পর্যবেক্ষণ, পড়ুয়ারাই আগামী দিনে দেশ তৈরি করবেন। আগামী দিনে তারাই দেশকে নেতৃত্ব দেবেন। কিন্তু কেবলমাত্র সিআইবিআইএল স্কোর কম রয়েছে বলে শিক্ষা লোনের আবেদন প্রত্যাখান করাটা ঠিক হবে না। 

CIBIL Score আসলে কী? 

সিআইবিআইএল স্কোর হল একজন ব্যক্তি ঋণ পাওয়ার ক্ষেত্রে কতটা সক্ষম তারই সূচক। অর্থাৎ তিনি আগে ঋণ নিয়ে কতদিনে শোধ করেছেন, আদৌ তিনি শোধ করতে পেরেছেন কি না তার উপরই তিনি পরবর্তী ঋণ পেতে পারেন। ওই ব্যক্তি কবে কার কাছ কতটাকা ঋণ নিয়েছিলেন সবটা এই স্কোরের মাধ্যমে জানা যায়। মূলত ৭০০র উপর যদি কারোর স্কোর থাকে তবে সেই স্কোরকে ভালো বলে উল্লেখ করা হয়। 

তবে আদালত এক্ষেত্রে নির্দেশ দিয়েছে আবেদনকারীর কলেজে ৪,০৭,২০০ টাকা দিয়ে দিন।