Price Of Team India’s New Test, ODI, And T20I Jerseys Revealed, How To Buy The Jerseys Online, Know In Details

মুম্বই: টেস্ট হোক বা ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি – তিন ফর্ম্যাটে তিন নতুন জার্সি পরে মাঠে নামবেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। টিম ইন্ডিয়ার নতুন জার্সি ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। অনেকেই মুখিয়ে রয়েছেন, নতুন জার্সি কেনার জন্য। কীভাবে পাবেন ভারতীয় দলের নতুন জার্সি? কোথায় অর্ডার করবেন? দামই বা কত?

ABP Ananda – Live TV

বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম ও পোশাক প্রস্তুতকারী সংস্থা আদিদাসের তরফে জানানো হয়েছে, ভারতের নতুন ওয়ান ডে জার্সির দাম করা হয়েছে ৪৯৯৯ টাকা। নতুন টি-টোয়েন্টি ও টেস্ট দলের জার্সিরও একই দাম। অর্থাৎ, চার হাজার ৯৯৯ টাকা। পাশাপাশি ওয়ান ডে জার্সির রেপ্লিকা তৈরি করা হচ্ছে। যার দাম ২৯৯৯ টাকা। সমর্থকদের উন্মাদনার কথা মাথায় রেখে বিশেষ ফ্যান জার্সিও থাকছে। যার দাম করা হয়েছে ৯৯৯ টাকা। 

কোথায় অর্ডার করবেন?    

সমর্থকেরা চাইলে অনলাইনেই কিনে নিতে পারেন ভারতীয় দলের নতুন জার্সি। আদিদাস ইন্ডিয়ার ওয়েবসাইট – https://www.adidas.co.in/Indian_cricket_teamথেকে নতুন জার্সি অর্ডার করা যাবে। ৪ জুন থেকে এই জার্সি পাওয়া যাবে অনলাইনে।

আইপিএল (IPL 2023) শেষ। এবার আন্তর্জাতিক ক্রিকেটের যুদ্ধ শুরু। একের পর এক বড় টুর্নামেন্টে ও সিরিজ অপেক্ষা করে রয়েছে টিম ইন্ডিয়ার (Team India) সামনে। ৭-১১ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ওভালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া।

সেই ম্যাচের আগে ভারতীয় দলের নতুন জার্সি প্রকাশ্যে এল। শুধু টেস্টেই নয়, বদলে যাচ্ছে ভারতের ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের জার্সিও। তিন ফর্ম্যাটে এবার থেকে তিন আলাদা জার্সি পরে মাঠে নামবে টিম ইন্ডিয়া। সবচেয়ে তাৎপর্যপূর্ণ হচ্ছে, সীমিত ওভারের দুই ফর্ম্যাট – ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে দুই আলাদা জার্সি পরে মাঠে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। টেস্টের সাদা জার্সিতেও যোগ হচ্ছে বৈচিত্র।

 


বৃহস্পতিবার বিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা আদিদাস ভারতীয় দলের নতুন জার্সির ফার্স্ট লুক প্রকাশ্যে এনেছে। আদিদাসের সঙ্গে ৫ বছরের চুক্তি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার দুই সংস্থাই নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নতুন জার্সির ছবি প্রকাশ করে। 

 আরও পড়ুন: নায়ক হরমনপ্রীত, অলিম্পিক্স চ্যাম্পিয়ন বেলজিয়ামকে ৫ গোলে বিধ্বস্ত করল ভারত