WTC Final 2023: Australia Give India Target Of 444 To Clinch The Title

লন্ডন: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (World Test Championship Final 2023) প্রথম দিন থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চাপে ছিল ভারতীয় ক্রিকেট দল (IND vs AUS)। খেতাব জিততে এবার ভারতীয় দলকে এমন কাজ করতে হবে যা এর আগে আর কেউ কোনদিন করে বিশ্বরেকর্ডই গড়তে আট উইকেটের বিনিময়ে ২৭০ রান তুলেই নিজেদের ইনিংস ঘোষণা করে দিল অস্ট্রলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিততে ভারতের লক্ষ্য ৪৪৪ রান।

ম্যাচের চতুর্থ দিনের প্রথম সেশনেই অস্ট্রেলিয়া দু’শো রানের গণ্ডি পার করে ফেলেছিল। অজি কিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারিকে দুর্দান্ত ছন্দে ব্যাট করছিলেন। তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন মিচেল স্টার্ক। লাঞ্চের পরে দিনের দ্বিতীয় সেশনেও অস্ট্রেলিয়ার দাপট অব্যাহত রইল। দ্বিতীয় সেশনে ক্যারি নিজেদের ছন্দেই অজি ইনিংস এগিয়ে নিয়ে যান। স্পিন হোক বা ফাস্ট বোলিং, উভয়ের বিরুদ্ধেই তিনি স্বাচ্ছন্দে ব্যাটিং চালিয়ে যান। স্টার্কও কিন্তু সাধারণত আগ্রাসী ছন্দেই ব্যাট করে থাকেন। তিনিও নিজের স্বাভাবিক খেলাই চালিয়ে যান। এই দুই তারকা মিলেই সপ্তম উইকেটে অজিদের হয়ে ৯৩ রান যোগ করেন। 

ক্যারি অর্ধশতরান হাঁকালেও, হাফ সেঞ্চুরির দোরগোড়া থেকে ফিরতে হয় মিচেল স্টার্ককে। ৪১ রানে আউট হন স্টার্ক। তাঁকে সাজঘরে ফিরিয়ে ইনিংসের প্রথম সাফল্য় পান মহম্মদ শামি। এরপরে অজি অধিনায়ক প্যাট কামিন্স ব্যাটে নামলেও, তিনি তেমন প্রভাব ফেলতে পারেননি। ৫ রানেই আউট হন কামিন্স। তাঁর উইকেটও নেন শামিই। কামিন্স আউট হতেই ইনিংস ডিক্লেয়ার করে দেয় অস্ট্রেলিয়া।

 

 

এর আগে টেস্টের ইতিহাসে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ৪১৮ রান করে জয়ের নজির রয়েছে ওয়েস্ট ইন্ডিজের দখলে। দুই দশক আগে এই কৃতিত্ব গড়েছিল ক্যারিবিয়ান দল। দক্ষিণ আফ্রিকাও ২০০৮ সালে ৪১৪ রান তাড়া করে ম্যাচ জিতেছিল। ঘটনাক্রমে, দুইবারই প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। এই পরিসংখ্যান কিন্তু ভারতীয় সমর্থকদের মনে আশা জাগাবে। ভারতীয় দলও কিন্তু এই বড় রান তাড়া করতে নেমে ব্যাট হাতে শুরুটা আগ্রাসী মেজাজেই করেছিল।

দুই ভারতীয় ওপেনার শুভমন গিল ও অধিনায়ক রোহিত শর্মা নিজের ব্যাটিংয়ে স্পষ্ট বুঝিয়ে দেন যে ভারত ম্যাচ ড্র করতে নয় বরং জিততেই আগ্রহী। সাদা বলের ক্রিকেটের মতো প্রায় ছয় রান প্রতি ওভার গড়ে রান তুলতে শুরু করেন গিল ও রোহিত। তবে দুর্ভাগ্যবশত চা বিরতির আগে একেবারে শেষ বলে স্কট বোল্যান্ডের বোলিংয়ে ১৮ রান করে আউট হন গিল। স্লিপে তাঁর ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন। বেশ খানিকক্ষণ বিচার বিবেচনা করার পর তৃতীয় আম্পায়ার গিলকে আউট দেন। চা বিরতিতে ৭.১ ওভারে এক উইকেট হারিয়ে ভারতের স্কোর ৪১। গিল আউট হলেও, রোহিত কিন্তু ২২ রানে অপরাজিত রয়েছেন।

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা