India Vs West Indies: Will Test Series Be Rescheduled Due To Hosts Involvement In World Cup Qualifiers?

মুম্বই: ফাইনালেও পৌঁছেও টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship 2023) খেতাব ঘরে আনতে পারেনি ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে হেরে রানার্স আপ হয়ে হয়েছে রোহিত বাহিনীকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়েই ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের পথ চলা শুরু করবে ভারত। আগামী ১২ জুলাই থেকে শুরু হওয়ার কথা টেস্ট সিরিজ। কিন্তু তা কি আদৌ সূচি অনুযায়ী শুরু হওয়া সম্ভব? 

২০২৩ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ চলছে এই মুহূর্তে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলও খেলছে। এই মুহূর্তে জিম্বাবোয়েতে রয়েছে ক্যারিবিয়ান শিবির। ৯ তারিখে যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচগুলো শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে হাতে আর মাত্র ৩ দিন থাকছে টেস্ট সিরিজ শুরুর আগে। এই পরিস্থিতিতে টেস্ট সিরিজের সূচিতে কি কোনও পরিবর্তন হতে পারে? ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের তরফে এই বিষয়ে নাকি বিসিসিআইয়ের সঙ্গে কথাবার্তাও চলছে। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড অবশ্য এই বিষয়ে কোনও সবুজ সংকেত দেয়নি। ওয়েস্ট ইন্ডিজের তিন ফর্ম্যাটেই খেলা প্লেয়ারদের মধ্যে রয়েছে জেসন হোল্ডার, কাইল মায়ের্স, রস্টন চেজ, আলজারি জোসেফ। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজেও যে তাঁরা জাতীয় দলের অংশ হবেন, তা মোটামুটি নিশ্চিত। এই পরিস্থিতিতে প্লেয়ারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টও একটা বড় ইস্যু। 

এদিকে, বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গত ১৮ জুন ৩৯ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ শিবির। জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ রয়েছে ম্যাচ। এরপর ২৪ জুন নেদারল্যান্ডসের বিরুদ্ধে মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা। যদি ওয়েস্ট ইন্ডিজ যোগ্যতা অর্জন করে তারা সুপার সিক্স পর্যায়ে খেলবে। আগামী ২৯ জুন থেকে যা শুরু হয়ে ৭ জুলাই পর্যন্ত চলবে। ফাইনাল হবে ৯ জুলাই। সেখানে সুপার সিক্স পর্যায়ে সেরা দুটো দল ফাইনালে খেলবে।

টেস্ট খেলতে চান চাহাল

সীমিত ওভারের ফর্ম্যাটে তিনি অটোমেটিক চয়েস। কিন্তু এবার টেস্টেও নিজেকে জাতীয় দলের অংশ হিসেবে দেখতে চান যুজবেন্দ্র চাহাল। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেলা প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে। সাদা জার্সি পরে লাল বলের ক্রিকেট খেলাটাই ক্রিকেটারদের সর্বোচ্চ প্রাপ্তি। আমিও সেই স্বপ্নটাই দেখি। সাদা বলের ক্রিকেটে অনেকদিন ধরেই খেলছি বটে, তবে লাল বলের ক্রিকেট খেলাটা কিন্তু এখনও আমার চেকলিস্টে রয়েছে। আমার নামের পাশে টেস্ট ক্রিকেটারের তকমাটা দেখার স্বপ্ন এখনও দেখি আমি। আমি ঘরোয়া ক্রিকেটে এবং রঞ্জি ট্রফিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি, যাতে আমার এই স্বপ্নটা বাস্তবায়িত করতে পারি। ভারতীয় দলের হয় টেস্ট ক্রিকেট খেলার আশায় রয়েছি।’