PM Modi in Egypt: মৌলবাদ ও উগ্রপন্থা কীভাবে রোখা যায়? ইজিপ্টের মুসলিম নেতার সঙ্গে আলোচনা মোদীর

কীভাবে বাণিজ্যের পরিমাণ আরও বাড়ানো যায়? কীভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করা যায়? তা নিয়ে ইজিপ্টের প্রধানমন্ত্রী মোস্তাফা মাডবাউলি এবং পিরামিডের দেশের একাধিক ক্যাবিনেট মন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিশরের গ্র্যান্ড মুফতি শাওকি ইব্রাহিম আবদেল-করিম আল্লামের সঙ্গেও দেখা করেছেন। তাঁদের আলোচনায় সাম্প্রদায়িক সম্প্রতি, উগ্রপন্থা ও মগজধোলাই সংক্রান্ত বিষয়ও উঠে এসেছে। তারইমধ্যে রবিবার মোদীর ঠাসা কর্মসূচি আছে। আজ কায়রোর ঐতিহাসিক আল-হাকিম মসজিদে যাবেন মোদী। যে মসজিদ সংস্কারের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারতের দাউদি বোহরা সম্প্রদায়। যে সম্প্রদায় ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মোদী যে আল-হাকিম মসজিদে যাবেন, তা সাংস্কৃতিক এবং রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন: ‘এবার এদেশে বসেই H1B ওয়ার্ক ভিসা রিনিউ করা যাবে,’ USA-তে ধামাকা ঘোষণা PM Modi-র

সার্বিকভাবে দু’দিনের সফরে যে ইজিপ্টে গিয়েছেন মোদী, সেই সফর কূটনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্য-প্রাচ্যের দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত এবং আরব দুনিয়া ও আফ্রিকার নয়া বাজার ধরার যে লক্ষ্য নিয়েছে ভারত, সেটার ক্ষেত্রে মোদীর সফর ‘গেমচেঞ্জিং’ হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের মতে। ইজিপ্টের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের অঙ্ক ছয় বিলিয়ন ডলার ছুঁয়ে ফেলেছিল। যা ২০২১ সালের থেকে ১৩.৭ শতাংশ বেশি ছিল। গত বছর ভারতকে ১.৯ বিলিয়ন ডলার মূল্যের রফতানি করেছিল ইজিপ্ট। সেখানে ৪.১ মিলিয়ন ডলার মূল্যের পণ্য-পরিষেবা আমদানি করেছিল পিরামিডের দেশ। 

সেই আবহে ইজিপ্টের প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে মোদী আলোচনা করেছেন বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সাউথ ব্লকের তরফে জানানো হয়েছে, ব্যবসা-বাণিজ্য, পুনর্নবীকরণযোগ্য শক্তি, গ্রিন হাইড্রোজেন, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, ফার্মা সংক্রান্ত বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মোদী এবং মুস্তাফার কথা হয়েছে। সূত্রের খবর, রবিবার তথ্যপ্রযুক্তি; কৃষি; বাণিজ্যের প্রচার; সংস্কৃতি; ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প নিয়ে দু’দেশের মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষর হতে পারে।

সংশ্লিষ্ট মহলের মতে, সম্প্রতি দু’দেশই দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার যে চেষ্টা করছে, তা মোদীর সফরে আরও কিছুটা গুরুত্ব পাবে। এমনিতে ইতিমধ্যে ইজিপ্ট জানিয়েছে যে গুরুত্বপূর্ণ সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চলের ভারতকে বিশেষ সুযোগ দেবে। যেখানে ইতিমধ্যে চিন এবং রাশিয়ার উপস্থিতি আছে। ভারতীয় শিল্পপতিরা সুয়েজ খাল অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করেন, সেজন্য মোদীর সফরের ঠিক আগে মুম্বই এবং দিল্লিতে আসে একটি বিশেষ প্রতিনিধি দল। সেইসঙ্গে আগামী জুলাইয়ে ভারত থেকে ইজিপ্টের দ্বিতীয় সরাসরি বিমান পরিষেবা (নয়াদিল্লি-কায়রো) চালু করার পরিকল্পনা নিয়েছে সরকারি উড়ান সংস্থা ইজিপ্ট এয়ার।

আল-হাকিম মসজিদে মোদী

শুধু তাই নয়, ইজিপ্ট সফরে রবিবার মোদী যে আল-হাকিম মসজিদে যাবেন, তা ঘরোয়া রাজনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, আল-হাকিম মসজিদের সংস্কারে যে দাউদি বোহরা সম্প্রদায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই সম্প্রদায় বিজেপির মজবুত ভোটব্যাঙ্ক। মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের মতো রাজ্যে থাকলেও বোহরা মুসলিম সম্প্রদায়ের মানুষরা গুজরাটকেই নিজের ‘বাসস্থান’ হিসেবে দেখেন। যে সম্প্রদায়ের মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে মোদীর ভালো সম্পর্ক আছে। মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখনও সেই বিষয়টি ফুটে উঠেছিল।

ইজিপ্টের মুফতির সঙ্গে আলোচনা

শনিবার ইজিপ্টের গ্র্যান্ড মুফতির সঙ্গে মোদীর আলোচনার পর ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘ভারত এবং ইজিপ্টের মধ্যে সাংস্কৃতিক যোগ এবং মানুষের সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন তাঁরা। সামাজিক ও ধর্মীয় ঐক্য, উগ্রপন্থা এবং মৌলবাদের মোকাবিলা নিয়ে তাঁদের কথা হয়েছে।’

আরও পড়ুন: Pakistan on Modi-Biden Joint Statement: সন্ত্রাসবাদ নিয়ে মোদী-বাইডেনের যৌথ বিবৃতি, তেলেবেগুনে জ্বলে উঠল পাকিস্তান