Bengal Gymnast Sagnik Bera Died Due To Heart Malfunction After Operation

সৌমিত্র রায়, কলকাতা : মর্মান্তিক মৃত্যু। অকালে ঝরে গেল এক প্রতিশ্রুতিমান প্রাণ। মৃত্যু হল বাংলার জিমন্যাস্ট সাগ্নিক বেরার (Bengal Gymnast Sagnik Bera)। বয়স মাত্র ২৬। হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ার পরে তড়িঘড়ি অস্ত্রোপচার (Heart Operation) করা হয়েছিল। কিন্তু সেই ধকল সামলাতে পারলেন না বরানগরের দর্জিপাড়ার বাসিন্দা। অস্ত্রোপচারের পর থেকেই আর জ্ঞান ফেরেনি সাগ্নিকের। শেষমেশ প্রায় মাসখানেকের লড়াই থামল। মুম্বইয়ের নেভি হাসপাতালে গতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। জাতীয় স্তরে বাংলাকে ও পরে এয়ার ফোর্সে চাকরি পাওয়ার পর জাতীয় স্তরে একাধিক খেতাব জিতেছেন সাগ্নিক। তাঁর এহেন অকালপ্রয়াণে শোকের ছায়া বাংলার জিমন্যাস্টিক জগতে।

পরিবার সূত্রে খবর, এয়ারফোর্সে (Indian Air Force) চাকরি সূত্রে নাসিকে থাকতেন সাগ্নিক। সেখানেই একদিন অনুশীলন করার মাঝে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছিলেন তিনি। প্রতিশ্রুতিমান জিমন্যাস্টকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে পরীক্ষা করার পরই তাঁর হৃদযন্ত্রে ছিদ্র থাকার বিষয়টি সামনে আসে। ছোটবেলা থেকেই হৃদযন্ত্রে সমস্যা থাকলেও তা ধরা পড়েনি আগে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানান, দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন। যারপরই সাগ্নিককে ভর্তি করা হয় মুম্বইয়ের নেভি হাসপাতালে। সেখানেই গতমাসের শেষদিকে অস্ত্রোপচার হয়েছিল তাঁর। কিন্তু সেই অস্ত্রোপচারের পর আর জ্ঞান ফেরেনি সাগ্নিকের। শেষমেশ চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে গতরাতে প্রয়াত হন বাংলার প্রতিশ্রুতিমান জিমন্যাস্ট।

সাগ্নিক বেরার এহেন অকালপ্রয়াণে শুধু তাঁর পরিবারই নয়, বরানগরের দর্জিপাড়া থেকে বাংলার জিমন্যাস্ট মহল, সবদিকেই নেমে এসেছে শোকের ছায়া। আগামীকাল মুম্বইয়ের নেভি হাসপাতাল থেকে দেহ সাগ্নিকের বাড়িতে এসে পৌঁছবে। বরানগরের ছেলে সাগ্নিক ২০১৬ সাল পর্যন্ত জাতীয় স্তরে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ২০১৯ সালে এয়ারফোর্সে চাকরি পাওয়ার পর থেকে তাঁদের প্রতিনিধিত্ব করতেন তিনি। বাংলা ও এয়ারফোর্সকে জিমন্যাস্টিকের জাতীয় স্তরে একাধিক সাফল্যও এনে দিয়েছেন তিনি। সাগ্নিকের অকালপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন বাংলার জিমন্যাস্ট সংস্থার কর্তা দিলীপ দাস। তাঁর কথায়, অত্যন্ত প্রতিশ্রুতিমান এক জিমন্যাস্টকে খুব কম বয়সে হারিয়ে ফেললাম আমরা।

আরও পড়ুন- কুয়েতের বিরুদ্ধে নিয়মপরক্ষার ম্যাচে ক্লিনশিটই প্রধান লক্ষ্য, সাফ জানালেন ভারতীয় কোচ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?